করোনায় আক্রান্ত জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০২১
করোনায় আক্রান্ত জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার

করোনভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় স্থগিত করা হয়েছিল আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্ট স্থগিত হওয়ায় দেশে ফিরে আসে বাংলাদেশ নারী দল। সেই দলের দুই ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন।

নারী ক্রিকেটারদের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। জানিয়েছেন, ক্রিকেটারদের আবারও করোনা পরীক্ষা করানো হবে।

জিম্বাবুয়ে থেকে ফিরে আইসোলেশনে থাকা ক্রিকেটার, কোচ এবং কর্মকর্তাদের কয়েকবার করোনা পরীক্ষা করানো হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) দুই ক্রিকেটাররে করোনা পজিটিভ আসে। তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে। বাকিরা কোয়ারেন্টাইন পালন করছে। সোমবারই সবার আরেক দফা করোনা পরীক্ষা করানো হয়েছে। সোমবার রাতেই এর ফলাফল পাওয়া যাবে।

বাছাইপর্ব স্থগিত হলে বাংলাদেশ নারী দল ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পায়। এর পর দেশে ফেরাটা নারী দলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত অনেক পথ ঘুরে দেশে ফেরেন সালমা-জাহানারারা। দেশে ফিরেই কোয়ারেন্টাই পালন করতে চলে যায় পুরো দল।

কোয়ারেন্টাইন শেষে সোমবার নিজ নিজ বাড়িতে ফেরার কথা ছিল ক্রিকেটারদের। তবে কোয়ারেন্টাইন পর্ব শেষ করার করোনা পরীক্ষায় দুই ক্রিকেটারের ফলাফল পজিটিভ আসায় তা আর হয়নি। এছাড়া একই কারণে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা থাকলেও তা শেষ পর্যন্ত বাতিল হয়।

২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। এ বিশ্বকাপের প্রথমবারের মতো অংশ নিবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে জিম্বাবুয়ে গিয়েছিল বাংলাদেশ নারী দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস 



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলো নারী ক্রিকেটাররা

বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলো নারী ক্রিকেটাররা

বিশ্বকাপ বাছাইপর্বে সেঞ্চুরি হাঁকালেন সুপ্তা

বিশ্বকাপ বাছাইপর্বে সেঞ্চুরি হাঁকালেন সুপ্তা

কঠোর পরিশ্রমের ফলই পাকিস্তানের বিপক্ষে জয় : নিগার সুলতানা

কঠোর পরিশ্রমের ফলই পাকিস্তানের বিপক্ষে জয় : নিগার সুলতানা

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশের মেয়েরা

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশের মেয়েরা