বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসান। সে ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
অনেক আগে থেকেই গুঞ্জন ছিল নিউজিল্যান্ড সিরিজে খেলতে চাননা সাকিব আল হাসান। তবে শনিবার (৪ ডিসেম্বর) নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে তার নাম পাওয়া যায়। এর ঘণ্টাখানিক পরেই বিসিবির কাছে ছুটির আবেদন করেন। তবে চোট কিংবা সাময়িক বিরতি নয়, পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরে যাবেন না সাকিব আল হাসান।
সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে নারী ক্রিকেটারদের সাথে দেখা করতে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানেই সাকিবের ছুটির বিষয়টি নিশ্চিত করেন।
জাতীয় দল থেকে সাকিবের ছুটি নেওয়ার বিষয়টি নতুন কিছু নয়। চলতি বছর ইতিমধ্যেই দুইবার ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে চলতি বছরের মার্চে নিউজিল্যান্ড সফর করেননি। এছাড়াও এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন সাকিব আল হাসান।
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। এ কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি এবং প্রথম টেস্টে ছিলেন না সাকিব। টেস্ট সিরিজের দুই ম্যাচেই খেলতে চেয়েছিলেন তিনি। তবে ইনজুরির কারণে প্রথম টেস্ট মিস করেন। তবে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছেন তিনি। তবে বৃষ্টি বাধায় তাও তৃতীয় দিনের খেলা পুরোটাই পন্ড হয়েছে।
এ ম্যাচ শেষ করে বৃহস্পরিবার (৯ ডিসেম্বর) দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। সেখানে নতুন বছরের শুরুর দিনে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]