এজাজের ব্যক্তিগত অর্জনের ম্যাচে নিউজিল্যান্ডের হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০২১
এজাজের ব্যক্তিগত অর্জনের ম্যাচে নিউজিল্যান্ডের হার

মুম্বাইতে টেস্টে অন্যন্য কীর্তি গড়েছিলেন এজাজ প্যাটেল। তার অনবদ্য কীর্তিতে ম্যাচ জিততে পারতো নিউজিল্যান্ড। তবে সেটা হয়নি, ম্যাচ নিজেদের করে নিয়েছে ভারত। কিউইদের বিধ্বস্ত করে ৩৭২ রানের জয় পেয়েছে বিরাট কোহলি বাহিনী।

মুম্বাই টেস্টের দ্বিতীয় দিনে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন এজাজ প্যাটেল। তবে এ আনন্দ ধরে রাখতে পারেনি কিউই ব্যাটাররা। দ্বিতীয় দিনেই নিজেদের প্রথম ইনিংসে ৬২ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। কিউইদের এশিয়ান যেকোনো দলে বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড এটি।

ফলোঅন করানো সুযোগ থাকলেও সেই ঝুঁকি নেননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় দিনেই আবারও ব্যাটিংয়ে নামে ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত।

এতেই নিউজিল্যান্ডের সামনে ৫৪০ রানের জয়ের লক্ষ্য দাঁড়ায়। তখনই কিউইদের হার একরকম নিশ্চিত হয়েছিল। ভারতীয় স্পিনারদের সামনে কতক্ষণ টিকে থাকতে পারবে কিউইরা সেটাই দেখা ছিল।

অবশেষে চতুর্থ দিনের শুরুতেই পাঁচ উইকেট হারিয়ে ৩৭২ রানের হার নিশ্চিত করে নিউজিল্যান্ড। নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারলো কিউইরা।

শুধু তাই নয়, ভারতের টেস্ট ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। দ্বিতীয় ইনিংসে ভারতের দুই স্পিনার অশ্বিন এবং জয়ন্ত যাদব চারটি করে উইকেট শিকার করেন। মূলত এ দুইজনের বোলিং তোপে দিক হারায় নিউজিল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতে ৪১ বছরের রেকর্ড ভাঙলেন এজাজ প্যাটেল

ভারতে ৪১ বছরের রেকর্ড ভাঙলেন এজাজ প্যাটেল

দল ঘোষণার পর নিউজিল্যান্ড না যেতে চেয়ে সাকিবের চিঠি

দল ঘোষণার পর নিউজিল্যান্ড না যেতে চেয়ে সাকিবের চিঠি

আইপিএলে কোচ হতে প্রস্তুত শাস্ত্রী

আইপিএলে কোচ হতে প্রস্তুত শাস্ত্রী

সাকিবের ছুটি নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি

সাকিবের ছুটি নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি