অ্যাশেজ মানেই সম্মানের লড়াই। সেই অ্যাশেজেই এক দশক আগে প্রতিপক্ষের মাঠে জয় পেয়েছিল ইংল্যান্ড। এবার সে ব্যর্থতার বৃত্ত ভাঙতে মরিয়া হয়ে আছেন ইংলিশ অধিনায়ক জো রুট। তাই তো তিনি জানিয়েছেন, অ্যাশেজেই হবে তার অধিনায়কত্বের পরীক্ষা।
সর্বশেষ ২০১৭ অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ খেলেছিল ইংল্যান্ড। সেবার ৪-০ ব্যবধানে সিরিজ হেরেছিল ইংল্যান্ড। এর আগে ২০১০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড।
এছাড়াও অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে ইংল্যান্ডের সাম্প্রতিক পারফর্মেন্সও আশানুরুপ নয়। সর্বশেষ ২৫ ম্যাচে মাত্র চারটি জিততে পেরেছিল ইংলিশরা।
অধিনায়ক হিসেবে তৃতীয়বারের মতো অ্যাশেজ খেলতে নামছেন জো রুট। ২০১৭ প্রতিপক্ষের মাঠে অ্যাশেজ হারলেও ২০১৯ সালে ঘরের মাঠ অ্যাশেজ ড্র করেছিল ইংল্যান্ড।
তাই তো এটাকে নিজের জন্য চ্যালেঞ্জ মানছেন জো রুট। তিনি বলেন, ‘ইংলিশ অধিনায়ক ও ইংল্যান্ড দলের জন্য অস্ট্রেলিয়ায় জেতা কতটা কঠিন তা অনেক বছর ধরেই দেখা যাচ্ছে। এখানে (আমাদের জয়) সচরাচর দেখা যায় না। তাই অবশ্যই এটা (অ্যাশেজ) আমার অধিনায়কত্বের নির্ণায়ক হতে যাচ্ছে।’
চ্যালেঞ্জ হলেও অ্যাশেজ নিয়ে বেশ রোমাঞ্চিত অধিনায়ক রুট। তিনি বলেন, ‘এমন কিছু যে হবে না, সেটা ভাবার মতো বোকা আমি নই। তবে এটা দারুণ একটি সুযোগ। আসছে চ্যালেঞ্জ নিয়ে আমি রোমাঞ্চিত এবং সিরিজ শুরু করতে তর সইছে না।’
বুধবার (৮ ডিসেম্বর) ব্রিসবেন টেস্ট দিয়ে মাঠে গড়াবে অ্যাশেজের এবারের আসর।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]