টেস্ট ক্রিকেটে পেসার নির্ভর বোলিং আক্রমণ, এতো নিয়মিত চিত্র। তবে বাংলাদেশ সব সময় ভিন্ন পথে হেটেছে। বোলিং আক্রমণের নেতৃত্বটা সবসময়ই স্পিনারদের কাঁধে দেয় বাংলাদেশ। স্পোর্টিং উইকেট পেয়ে পাকিস্তান সিরিজে পাক পেসাররা সাফল্য পেলেও হতাশ করেছেন এবাদত-রাহি-খালেদরা। তবুও পাকিস্তানের পেসারদের সাথে নিজেদের তুলনা করতে চাননা বাংলাদেশের ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই ছিল পাকিস্তানের পেসারদের দাপট। প্রথম ইনিংস হাসান আলির পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছিলেন শাহিন শাহ আফ্রিদি। এছাড়াও প্রথম ম্যাচে দারুণ সমর্থন জুগিয়েছেন আরেক পেসার ফাহিম আশরাফ।
মুদ্রার উল্টো পিঠে, চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে সর্বসাকুল্যে দুইটি শিকার করতে পেরেছিল বাংলাদেশের পেসাররা। তবুও পাকিস্তানি পেসারদের সাথে কোনো তুলনায় যেতে চান না ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল।
তিনি বলেন, ‘পাকিস্তানের পেস বোলাররা ডমিনেট করছে, আমাদের উইকেট নিচ্ছে। তাদের সাথে আমাদের পেসারদের তুলনা করলে, উইকেট নিতে না পারার কথা ভাবলে… হয়ত এখানে মানসিকভাবে পিছিয়ে যাচ্ছে।’
এছাড়াও চাপের কারণে উইকেট শিকারে ভিন্ন পন্থা অবলম্বন করতে গিয়ে পেসাররা সমস্যায় পড়ছে বলে মনে করেন তিনি।
বাবুল আরও বলেন, ‘উইকেট নেওয়ার জন্য বাড়তি কিছু করতে গিয়ে হয়ত তাদের জায়গাগুলো নড়ে যাচ্ছে। এটা একটা কারণ হতে পারে।’
ঢাকা টেস্টে প্রথম দুই দিনেই ছিল প্রকৃতির প্রভাব। মেঘাচ্ছন্ন আবহাওয়া পেয়েও প্রতিপক্ষের উইকেট শিকারে ব্যর্থতা ছিল বাংলাদেশের পেসাররা। এ ব্যর্থতা শিকার করে নিয়েছেন ফিল্ডিং কোচ।
এ বিষয়ে তিনি বলেন, ‘ওভাবে মূল্যায়ন করলে ভালো না আসলে। ভালো বোলিং করা হয়নি। আবহাওয়া আমাদের অনুকূলে ছিল। ঐ অনুযায়ী পারফর্ম করতে পারিনি, এটাই বাস্তবতা।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]