বিধ্বংসী রাসেলে টি-টেন চ্যাম্পিয়ন ডেকান গ্লাডিয়েটর্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০৫ ডিসেম্বর ২০২১
বিধ্বংসী রাসেলে টি-টেন চ্যাম্পিয়ন ডেকান গ্লাডিয়েটর্স

ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ে আবু ধাবিতে টি-টেন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ডেকান গ্লাডিয়েটর্স।ফাইনালে দিল্লি বুলসকে ৫৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডেকান। ব্যাট হাতে ৩২ বলে অপরাজিত ৯০ রান করেন রাসেল।

শনিবার (৪ ডিসেম্বর) দিনগত রাতে আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ডেকান। ফলে প্রথমে ব্যাটিং করতে নামে দিল্লি বুলস।

ইংল্যান্ডের টম কোহলার ক্যাডমোরকে নিয়ে ইনিংস শুরু করেন রাসেল। পুরো ১০ ওভার খেলে রাসেল ও ক্যাডমোর ১৫৯ রান সংগ্রহ করেন। রাসেল ৩২ বলে ৯টি চার ও ৭টি ছক্কায় অনবদ্য ৯০ রান করেন। ২৮ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৫৯ রান করেন ক্যাডমোর।

জবারে ১০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান করে দিল্লি। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ওয়েস্ট ইন্ডিজের চন্দরপল হেমরাজ। এছাড়া শেষ দিকে আদিল রশিদ ৯ বলে অপরাজিত ১৫ রান করলেও বাকি সবাই ছিলেন যাওয়া-আসার মাঝে।

বল হাতে ডেকানের টাইমাল মিলস, হাসারাঙ্গা ডি সিলভা ও ওডেন স্মিথ ২টি করে উইকেট নেন। ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলার পর বল হাতেও ১টি উইকেট নিয়ে ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন আন্দ্রে রাসেল।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সফরের আগে ইনজুরিতে পোলার্ড

পাকিস্তান সফরের আগে ইনজুরিতে পোলার্ড

ভারতের তরুণ ক্রিকেটারদের দায়িত্বে লক্ষ্মণ

ভারতের তরুণ ক্রিকেটারদের দায়িত্বে লক্ষ্মণ

সৌম্য ধারাবাহিক নয় সেটা সবাই জানে : পাপন

সৌম্য ধারাবাহিক নয় সেটা সবাই জানে : পাপন

দল ঘোষণার পর নিউজিল্যান্ড না যেতে চেয়ে সাকিবের চিঠি

দল ঘোষণার পর নিউজিল্যান্ড না যেতে চেয়ে সাকিবের চিঠি