বাবর-আজহারের শতরানের জুটি, আবারও বন্ধ খেলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৫ ডিসেম্বর ২০২১
বাবর-আজহারের শতরানের জুটি, আবারও বন্ধ খেলা

ঢাকা টেস্টের প্রথম দিনে প্রথম সেশনে দুই উইকেট শিকার করেছিল বাংলাদেশ। এরপর আর নেই কোনো উইকেটের দেখা। যদিও এরপর খেলা হয়েছিল মাত্র এক সেশন। তবে সে সেশনেই উইকেটে সেট হয়ে গিয়েছিলেন পাকিস্তানের দুই ব্যাটার বাবর আজম এবং আজহার আলি। সেই জুটিতেই আগাচ্ছিলো পাকিস্তান। তবে বৃষ্টির কারণে আবারও বন্ধ হয়েছে খেলা।

ঢাকা টেস্টের শুরুর দিনের প্রথম সেশনে তাইজুলের বোলিংয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক এবং আবিদ আলি। তবে এতে পাকিস্তানের ব্যাটিংয়ে লাইন আপে আসেনি কোনো ধস। বরং আরও শক্ত হয়ে উঠেন পাকিস্তানের মিডল অর্ডারের দুই ভরসা বাবর আজম এবং আজহার আলি।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেও হানা দিয়েছিল বৃষ্টি। দুই দফা খেলা শুরু করতে গিয়েও ব্যর্থ হয়েছিলেন ম্যাচ অফিসিয়ালরা। শেষ পর্যন্ত দ্বিতীয় সেশনে মাঠে খেলা গড়ায়।

তবে দ্বিতীয় সেশনে মাত্র ৬ দশমিক ২ ওভার খেলার পর আবারও বন্ধ হয় ঢাকা টেস্টের খেলা। প্রথম দুই দফায় হালকা বৃষ্টিতে খেলা বন্ধ হলেও তৃতীয় দফায় ভারী বৃষ্টির কবলে পড়েছে ঢাকা টেস্ট।

দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামেন পাকিস্তানের দুই অপরাজিত ব্যাটার আজহার আলি এবং বাবর আজম। প্রথম দিন যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু করেন এ দুই ব্যাটার।

আলোকস্বল্পতায় প্রথম দিনে নিজের হাফসেঞ্চুরি তুলে নিতে না পারলেও দ্বিতীয় দিনের শুরুতেই তা করেছেন আজহার আলি। ক্যারিয়ারের ৩৪তম হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোরবোর্ডে পাকিস্তানের সংগ্রহ ৬৩.২ ওভারে দুই উইকেটে ১৮৮ রান। তৃতীয় দফা বৃষ্টির হানায় বন্ধ হয়েছে ম্যাচ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সৌম্য ধারাবাহিক নয় সেটা সবাই জানে : পাপন

সৌম্য ধারাবাহিক নয় সেটা সবাই জানে : পাপন

দল ঘোষণার পর নিউজিল্যান্ড না যেতে চেয়ে সাকিবের চিঠি

দল ঘোষণার পর নিউজিল্যান্ড না যেতে চেয়ে সাকিবের চিঠি

ডোমিঙ্গো ইস্যুতে জানুয়ারিতে সিদ্ধান্ত : নাজমুল হাসান

ডোমিঙ্গো ইস্যুতে জানুয়ারিতে সিদ্ধান্ত : নাজমুল হাসান

নির্ধারিত সময়ের আগেই শুরু হবে চারদিনের খেলা

নির্ধারিত সময়ের আগেই শুরু হবে চারদিনের খেলা