আগে থেকেই গুঞ্জন ছিল ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) দায়িত্ব নিবেন ভিভিএস লক্ষ্মণ। অবশেষে সেই গুঞ্জন সত্যি হয়েছে। আনুষ্ঠানিকভাবে এনসিএ-র হেড কোচের দায়িত্ব নিবেন লক্ষ্মণ।
কিছুদিন আগে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। ফলে এনসিএ-র হেড কোচের পদ খালি হয়। সেখানেই দ্রাবিড়ের উত্তরসূরি হচ্ছেন ভিভিএস লক্ষ্মণ।
শনিবার (৪ ডিসেম্বর) কলকাতায় বসে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সেখানেই এনসিএ-র প্রধান কোচ হিসেবে লক্ষ্মণকে অনুমোদন দেয় বিসিসিআই।
এনসিএ-তে লক্ষ্মণের প্রথম কাজ ভারতের অনূর্ধ্ব ১৯ দলের সাথে। করোনাভাইরাস মহামারির কারণে নিজেদেরকে প্রস্তুত করতে পারেনি ভারতীয় যুব দল। তাই তো এনসিএ-তে অনুশীলন করবে ভারতের যুবারা সেটার তত্ত্বাবধনে থাকবেন লক্ষ্মণ।
শুধু দল প্রস্তুতেই সীমাবদ্ধ থাকবে না লক্ষ্মণের কাজ। নতুন বছরের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে দলের সঙ্গীও হবেন তিনি।
যুব দলের দায়িত্ব থাকলেও হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন না ভিভিএস লক্ষ্মণ। হেড কোচের দায়িত্ব পালন করবেন ঋষিকেশ কানিতকার অথবা সিতানসু কোটাক। তবে এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে শুধু লক্ষ্মণ নয়। পেস বোলিং কোচ হিসেবে বড় চমক দেখিয়েছে বিসিসিআই। এ পদে এসেছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ট্রয় কুলি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]