মেঘলা আবহাওয়ায় শুরু হয়েছিল ঢাকা টেস্টের প্রথম দিন। প্রথম সেশনে কোনো সমস্যা না হলেও দ্বিতীয় সেশনে বাধা দিয়েছিল বৃষ্টি। আলোকস্বল্পতায় তৃতীয় সেশনে মাঠে গড়ায়নি একটি বলও। তবে দ্বিতীয় দিনের শুরুতেই বাধা দিয়েছে বৃষ্টি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মাঠে গড়ায়নি একটি বলও।
ঢাকা টেস্টের প্রথম দিনেই খেলা শুরু হয়েছিল মেঘলা আবহাওয়ায়। প্রথম সেশনে কোনো বাধা ছাড়াই শেষ হয়। তবে দ্বিতীয় সেশনে খেলার পথে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। তবে বৃষ্টি বাধা পেরিয়ে মাঠে গড়ায় খেলা।
দ্বিতীয় সেশনের পর চা বিরতি শেষে আবারও মাঠে খেলা গড়ানোর কথা ছিল। তবে আলোকস্বল্পতায় তা আর হয়ে উঠেনি। তৃতীয় সেশনে মাঠে গড়ায়নি একটি বলও।
প্রথম দিনে ৫৭ ওভার শেষেই খেলা বন্ধ ঘোষণা করা হয়। সে ক্ষতি পুষিয়ে নিতে ঢাকা টেস্টের বাকি চারদিন খেলা আধাঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত জানায় ম্যাচ অফিসিয়ালরা। তবে দ্বিতীয় দিনের শুরুতেই বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই তো মাঠে গড়ায়নি একটি বলও।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, বৃষ্টির কারণে খেলা শুরু হয়নি। বৃষ্টি থামলেই মাঠে গড়াবে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান- ১৬১/২ (বাবর আজম ৬০*, আজহার আলি ৩৬*, তাইজুল ২/৪৯)
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]