সৌম্য ধারাবাহিক নয় সেটা সবাই জানে : পাপন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ পিএম, ০৪ ডিসেম্বর ২০২১
সৌম্য ধারাবাহিক নয় সেটা সবাই জানে : পাপন

দীর্ঘদিন পর সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। এক পর্যায়ে ক্রিকেটারদের নিয়েও কথা বলেন তিনি। সেখানে নাজমুল হাসান পাপন জানান, সৌম্য ধারাবাহিক নয়, সেটা সবাই জানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ ছিলেন সৌম্য সরকার। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পাননি তিনি।

বিসিবি বস নাজমুল হাসান পাপন জানান, সৌম্য টি-টোয়েন্টির জন্য উপযুক্ত। তিনি বলেন, ‘ও (সৌম্য সরকার) টি-টোয়েন্টির জন্য একটা আইডিয়াল প্লেয়ার ছিল এবং আছে। ওর হাতে প্রচুর মার (শট) আছে। যেটা নাকি আমাদের দরকার। প্রচুর রিস্ক নেয়। ও উপর দিয়ে মারবে। প্রথম ছয় ওভারের অ্যাডভান্টেজ নিবে।’

সৌম্যের মধ্যে প্রতিভা থাকলেও ধারাবাহিকতা না থাকায় আফসোস প্রকাশ করেছেন নাজমুল হাসান। এ বিষয়ে তিনি বলেন, ‘কিন্তু ওর সমস্যা হচ্ছে ও ইন কনসিসটেন্ট। সেটা কিন্তু আমরা জানি, প্রত্যেকে জানে।’

শুধু সৌম্য নয় লিটন দাস, সাকিব আল হাসান এবং মোস্তাফিজদের নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। লিটন দাসের সীমিত ওভারের পারফর্মেন্স নিয়ে কোনো মন্তব্য না করলেও টেস্টের ধারাবাহিকতা নিয়ে খুশি পাপন। 

এছাড়াও কোচ রাসেল ডোমিঙ্গোর ভবিষ্যত নিয়েও কথা বলেন নাজমুল হাসান পাপন। তিনি জানান, রাসেল ডোমিঙ্গোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অতিশীঘ্রই এ বিষয়ে আসতে পারে সিদ্ধান্ত এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন বিসিবি সভাপতি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দল ঘোষণার পর নিউজিল্যান্ড না যেতে চেয়ে সাকিবের চিঠি

দল ঘোষণার পর নিউজিল্যান্ড না যেতে চেয়ে সাকিবের চিঠি

নির্ধারিত সময়ের আগেই শুরু হবে চারদিনের খেলা

নির্ধারিত সময়ের আগেই শুরু হবে চারদিনের খেলা

১৮ ক্রিকেটার নিয়ে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, খেলবেন সাকিব

১৮ ক্রিকেটার নিয়ে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, খেলবেন সাকিব

সুবিধা নিতে পারেননি পেসাররা : মিরাজ

সুবিধা নিতে পারেননি পেসাররা : মিরাজ