এক ইনিংসে ১০ উইকেট শিকার করে রেকর্ড গড়েছিলেন কিউই স্পিনার এজাজ প্যাটেল। তবে দিনটিকে উপভোগ করতে পারেনি নিউজিল্যান্ড দল। ভারতীয় বোলারদের বোলিং তোপে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে গুটিয়ে গিয়েছে ভারতীয় দল।
এজাজ প্যাটেলে বোলিংয়ে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩২৫ রানে থামে ভারতের ইনিংস। তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ইনিংসে ১০ উইকেট শিকার করেন তিনি।
ভারতের ইনিংসে মায়াঙ্ক আগারওয়ালের ১৫০ রান ছাড়া আর কেউ বলার মতো রান করতে পারেননি। তবে শেষ পর্যন্ত ভারতের করা ৩২৫ রানই নিউজিল্যান্ডকে থামানোর জন্য যথেষ্ট হয়েছে।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে ১৭ রানেই তিন উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। পরে এ ধাক্কা আর সামলে উঠতে পারেনি কিউইরা। মোহাম্মদ সিরাজের পর নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দেন দুই ভারতীয় স্পিনার রবিচন্দন অশ্বিন এবং অক্ষর প্যাটেল।
৬২ রানে অলআউট হয়ে লজ্জার কীর্তি গড়ে নিউজিল্যান্ড। এশিয়ার যে কোনো দলের বিপক্ষে সর্বনিম্ন রানে অলআউট হয় কিউইরা।
নিউজিল্যান্ডকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও সে পথে হাটেনি ভারত। নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে স্কোর বোর্ডে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৬৯ রান। ক্রিজে আছে দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল এবং চেতেশ্বর পূজারা।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত (প্রথম ইনিংস)- ৩২৫/১০ (১০৯.৫ ওভার) (আগারওয়াল ১৫০, অক্ষর ৫২, শুভমান ৪৪; প্যাটেল ১০/১১৯)
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ৬২/১০ (২৮.১ ওভার) (জেমিসন ১৭,লাথাম ১০; অশ্বিন ৪/৮, সিরাজ ৩/১৯)
ভারত (দ্বিতীয় ইনিংস)- ৬৯/০ (২১ ওভার) (পূজারা ২৯*, আগারওয়াল ৩৮*)
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]