বিশ্বকাপ ব্যর্থতার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাজে পারফর্ম্যান্সের টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে ‘বরখাস্ত’ করা হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে কোচের আগের মতোই সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, বিশ্বকাপ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট পাওয়ার পর জানুয়ারিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নাজমুল হাসান পাপন বলেন, ‘বিশ্বকাপ নিয়ে গঠিত কমিটির রিপোর্ট এখনো হাতে পায়নি। রিপোর্ট পাওয়ার পর জানুয়ারিতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত কোচের সাথে আমাদের আগে যে সম্পর্ক ছিল সেটাই আছে।’
রাসেল ডোমিঙ্গোর সাথে চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপে আগে ডোমিঙ্গো জানিয়েছিল যে, সে অন্য কোথাও চাকরি অফার পেয়েছে। আমরা (বিসিবি) যদি না রাখি তাহলে সেখানে কথা বলবে। আর আমরা (বিসিবি) রাখলে সেখা যাবে না। পরে আমরা তাকে রেখে দেই। কারণ, বিশ্বকাপের আগে অল্প সময়ের মধ্যে তখন নতুন কোচ পাওয়া কঠিন ছিল।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা অনুসন্ধানে গঠিত বিসিবির কমিটি রিপোর্টের পাশাপাশি ক্রিকেটারদের সাথেও বৈঠকে বসতে চান বিসিবি বস নাজমুল হাসান পাপন। নিউজিল্যান্ড না যাওয়া বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাথে রিপোর্ট পাওয়ার পরের দিনই বৈঠকে বসবেন বলে জানান নাজমুল হাসান। সেখানেই কোচের বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]