ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সমুদ্রে চলছে নিম্নচাপ। এর প্রভাবেই মেঘাচ্ছন্ন আবহাওয়াতেই ঢাকা টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। তবে আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ করতে বাধ্য হয় ম্যাচ অফিসিয়ালরা। সেই ক্ষতি পুষিয়ে নিতে টেস্টের বাকি চারদিন খেলা শুরুর সময় আধাঘণ্টা এগিয়ে আনা হয়েছে।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ঢাকা টেস্টে প্রতিদিন সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে প্রথম দিনে মাত্র ৫৭ ওভার শেষেই দিনের খেলা শেষ করে দিতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা।
প্রথম দিনের খেলায় মধ্যাহ্ন বিরতির আগে কোনো অসুবিধা ছাড়াই খেলা হয়। তবে দ্বিতীয় সেশনে ব্যাঘাত সৃষ্টি করে বৃষ্টি। শেষ পর্যন্ত ২৫ মিনিট খেলা বন্ধ থাকার পর আবারও মাঠে গড়ায় খেলা। তবে চা বিরতির পর একটি বলও মাঠে গড়ায়নি। তাই তো নির্ধারিত সময়ের আগেই দিনের খেলার সমাপ্তি টানেন ম্যাচ অফিসিয়ালরা।
ঢাকা টেস্টের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দিনের খেলা শুরু হবে আধা ঘণ্টা এগিয়ে সকাল সাড়ে ৯ টায়।
টেস্ট ক্রিকেটে সাধারণত দিনে ৯০ ওভার খেলা হলেও, দ্বিতীয় দিন থেকে ৯৮ ওভার করে খেলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যাচ অফিসিয়ালরা। যদিও সে বিষয়টা সম্পূর্ণরুপে নির্ভর করছে পরিবেশের উপর।
প্রথম দিন শেষে ২ উইকেট হারিয়ে ১৬১ রান তুলেছে পাকিস্তান। বাংলাদেশের হয়ে দুই উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]