ক্রিকেট বিশ্বে চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ভারত ও পাকিস্তান। মাঠের বিবাদে বহুবার জড়িয়েছেন এই দুই দলের ক্রিকেটাররা। এমনকি মাঠের বাইরেও সেই দ্বন্দ্ব ছড়িয়েছে। এ নিয়ে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বহুবার তর্ক-বিতর্ক-উত্তাপ দেখা গেছে। আর এবার এমনই এক ঘটনায় নাম লেখালেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। বললেন, কথায় কথায় গালি দেন বিরাট কোহলিরা। অথচ তাদের কিছু হয় না।
এর আগে, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের সময় কোহলি মাঠে বাজে ভাষা ব্যবহার করেছিলেন। স্ট্যাম্প মাইক্রোফোনে সেটি ধরাও পড়েছিল। এই ঘটনারই রেশ টেনে পাকিস্তানের সামা চ্যানেলে পাকিস্তানের অধিনায়ক বলেন, 'যখন কোহলি এমন বলে, মানুষ পছন্দ করে। কিন্তু যখন আমরা বলি মানুষ বলে, দেখুন তারা গালাগাল করছে। জনাব, তারাও প্রচুর গালাগালি করে। এমনকি সাধারণ কথা বলতে গেলেও তারা গালি দেয়। আমরা ধোনিকেও এমন করতে দেখেছি।'