বাংলাদেশের ৯৯তম টেস্ট ক্রিকেটার জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৭ এএম, ০৪ ডিসেম্বর ২০২১
বাংলাদেশের ৯৯তম টেস্ট ক্রিকেটার জয়

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগেই ধারণা করা হয়েছিল টেস্ট ক্যারিয়ারটা শুরুই করে ফেলবেন। তবে চট্টগ্রামে না হলেও ঢাকায় নিজের অভিষেক ম্যাচ খেলেছেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশের টেস্ট ইতিহাসের ৯৯তম টেস্ট ক্রিকেটার তিনি।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে হুট করেই জাতীয় দলে ডাক পান মাহমুদুল হাসান জয়। তবে হুট করে ডাক পেলেও এর আগের সময়ে দারুণ ছন্দে ছিলেন তিনি।

জাতীয় দলের অনুশীলনে সবসময়ই আলাদা নজরে ছিলেন মাহমুদুল হাসান জয়। চট্টগ্রাম টেস্টের আগে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের সাথে আলাদাভাবে কাজ করেছিলেন তিনি। ঢাকা টেস্টের আগেও কোচের আলাদা নজরেই ছিলেন জয়। হয়তো গুরুত্ব বুঝে বেশ জয়কে নিয়ে আলাদা ভাবে পরিকল্পনা করেছে বাংলাদেশ দল।

পাকিস্তান সিরিজের আগে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দারুণ ছন্দে ছিলেন মাহমুদুল হাসান জয়।

এবারের জাতীয় লিগের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে খুব বেশি ম্যাচ না খেললেও এবার দারুণ ছন্দে ছিলেন মাহমুদুল হাসান জয়। পাঁচ ম্যাচ খেলে করেছেন ৩৭৬ রান। এছাড়াও ডিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দুই নম্বরে ছিলেন তিনি। সেখানে ৪৩.৫৫ গড়ে করেছিলেন ৩৯২ রান।

এছাড়াও বছরের শুরুতে আয়ারল্যান্ড এমার্জিং টিম এবং বিসিবি প্রেসিডেন্টস কাপেও নিজের প্রতিভার স্বক্ষর রেখেছেন তিনি। সর্বশেষ দেড় বছরে দারুণ পারফর্মেন্সে স্কোয়াডে নিজের জায়গা করে নিয়েছেন মাহমুদুল হাসান জয়।

এবার নিজের পারফর্মেন্স দিয়ে অভিষেক রাঙিয়ে রাখার পালা জয়ের সামনে। কতটুকু পারবেন সেটা তার উপরই নির্ভর করছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চট্টগ্রামের পর ঢাকাতেও পাকিস্তানের সাবধানী শুরু

চট্টগ্রামের পর ঢাকাতেও পাকিস্তানের সাবধানী শুরু

দুর্দশার চিত্র বদলাতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

দুর্দশার চিত্র বদলাতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

তিন বছর পর মিরপুরে নামতে প্রস্তুত সাকিব

তিন বছর পর মিরপুরে নামতে প্রস্তুত সাকিব

পেশাদার ক্রিকেটারকে ধানক্ষেতেও ভালো খেলতে হবে : মমিনুল

পেশাদার ক্রিকেটারকে ধানক্ষেতেও ভালো খেলতে হবে : মমিনুল