চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক এবং আবিদ আলি। সেই ধারাবাহিকতায় ঢাকা টেস্টেও সাবধানী শুরু করেছে পাকিস্তানের এ দুই ওপেনার। ইতিমধ্যেই উদ্বোধনী জুটিতে অর্ধ শতক করে ফেলেছেন এ দুই ব্যাটার।
চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে ১৪৬ এবং ১৫১ রানের দুইটি জুটি গড়েছিলেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক এবং আবিদ আলি। ঢাকা টেস্টেও সেই পথে আগাচ্ছে পাকিস্তানের এ দুই ওপেনার।
মিরপুরে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তার এ সিদ্ধান্তের যথার্থ প্রমাণ করতে বেশি সময় নিচ্ছেন না দুই ওপেনার শফিক এবং আবিদ।
টেস্টের প্রথম ওভারেই আবিদ আলিকে ফেরানোর একটি জোরালো আবেদন করেছিলেন পেসার এবাদত হোসেন। অবশ্য আম্পায়ার তার এ আবেদনে কোনো সাড়া দেয়নি। পরে এবাদতের বলেই চার মেরে রানের খাতা খোলেন আবিদ।
অপরদিকে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা আব্দুল্লাহ শফিকও বেশ দেখেশুনেই খেলা শুরু করেছেন। দুইজনের ব্যাট করে পাকিস্তান ইতিমধ্যেই ৫০ রানের কোটা পার করেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান। বাংলাদেশের দুই পেসার এবাদত হোসেন এবং খালেদ আহমেদ মোটে ৯ ওভার বোলিং করেছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]