দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরের দাঁড়ানোর মিশনে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশ দলে রয়েছে এক অভিষেক।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই হারের বৃত্তে বন্দি আছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারের পর টেস্টেও একই ভাগ্য ধরে রেখেছিল টাইগাররা। তাই তো ঘুরের দাঁড়ানোর লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টের পর টাইফয়েডে আক্রান্ত হওয়ায় দলে নেই ওপেনার সাইফ হাসান। তার বদলি হিসেবে মাঠে নামবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী মাহমুদুল হাসান জয়। ওপেনার সাদমান ইসলামের সঙ্গী হচ্ছেন তিনি। এ ম্যাচ দিয়েই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন মাহমুদুল হাসান জয়।
এছাড়াও এ ম্যাচ দিয়েই তিন বছর পর মিরপুরে টেস্ট খেলতে নামবেন সাকিব আল হাসান। এছাড়াও একাদশে সুযোগ পেয়েছেন পেসার খালেদ আহমেদ।
চট্টগ্রাম টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার সাইফ হাসান, ব্যাটার ইয়াসির আলি রাব্বি এবং পেসার আবু জায়েদ রাহি। বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন থাকলেও পাকিস্তান একাদশে নেই কোনো পরিবর্তন।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত,মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহেমদ এবং এবাদত হোসেন।
পাকিস্তান দল
আব্দুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, বাবর আজম, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, নোমান আলি, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, সাজিদ খান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]