ওমিক্রন প্রভাবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে শঙ্কা জেগেছে। তবে অতি শীঘ্রই এ সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।
শনিবার (৪ ডিসেম্বর) কলকাতায় বসবে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) ৯০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সে সভার আলোচ্য বিষয়ে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়টি না থাকলেও সেখানেই এ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।
ওমিক্রনের প্রভাবে ইতিমধ্যেই স্থগিত হয়েছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব। এছাড়াও দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস সিরিজও স্থগিত করা হয়েছে। এ তালিকায় যুক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগ। যদিও সেখানে বায়ো-বাবলের কোনো ব্যবস্থা ছিল না।
চলতি বছরের ১৭ ডিসেম্বর তিনটি টেস্ট ও ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি খেলতে ভারতের আফ্রিকা সফরে যাওয়ার কথা। তবে এরই মধ্যে আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। তাই তো শঙ্কা জেগেছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে। এর আগে করোনার প্রভাবে ইংল্যান্ড সফর শেষ না করেই দেশে ফিরে এসেছিল ভারত।
ভারতের মূল দল এখনও দক্ষিণ আফ্রিকায় না গেলেও ‘এ’ দল দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে। সে সফর সংক্ষিপ্ত করে দলকে ফিরিয়ে আনা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।
এছাড়াও, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা নিলামের তারিখ চূড়ান্ত হতে পারে এ সভায়। ভারতের ভবিষ্যত ট্যুর প্ল্যান (এফটিপি) নিয়েও আসবে সিদ্ধান্ত। ২৪ টি এজেন্ডা নিয়ে বসছে বিসিসিআইয়ের এজিএম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]