পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আজহার মাহমুদ। এর আগে এ দায়িত্বে ছিলেন সাবেক প্রোটিয়া স্পিনার ইয়োহান বোথা।
খেলোয়াড়ী জীবনে পাকিস্তানের হয়ে খেললেও এখন বৃটিশ পাসপোর্টধারী আজহার মাহমুদ। কোচ হিসেবেও বেশ সমৃদ্ধ তার ক্যারিয়ার। পিএসএলে এর আগে করাচি কিংস এবং মুলতান সুলতান্সের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
এছাড়াও দ্য হানড্রেডে ওভাল ইনভিনসিবলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে তার।
ইসলামাবাদ ইউনাইটেডে কোচিং করানোর জন্য শাদাব খান, আসিফ আলি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের মতো ক্রিকেটারদের পাবেন আজহার। এ বিষয়ে তিনি বলেন, 'ইসলামাবাদ সব সময় তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ দেয়। এটা স্থানীয় ক্রিকেটার এবং কোচদের জন্য দারুণ একটা প্ল্যাটফর্ম। আশা করি তাদের সাথে দারুণ সময় কাটাতে পারবো।'
পিএসএলে এখন পর্যন্ত দুইবার শিরোপা জিতেছিল ইসলামবাদ ইউনাইটেড। নতুন মৌসুমে ইসলামাবাদকে আবারও শিরোপা জেতানোর ব্যাপারে বেশ আশাবাদী নতুন কোচ আজহার মাহমুদ।