বিশ্বকাপে পাওয়া ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন সাকিব আল হাসান। মিস করেছেন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং প্রথম টেস্ট। ইনজুরি কাটিয়ে দ্বিতীয় টেস্ট দিয়ে মাঠে ফিরছেন সাকিব। এ ম্যাচ দিয়েই তিন বছর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট খেলতে নামবেন তিনি।
চট্টগ্রাম টেস্ট চলাকালীন একক অনুশীলনে ব্যস্ত ছিলেন সাকিব আল হাসান। ব্যক্তিগত অনুশীলন শেষে বায়ো-বাবলে যোগ দিয়েছেন সাকিব। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে সাকিবের দেখা মিলবে।
সাম্প্রতিক সময়ে ঘন ঘন ইনজুরি সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। তাই তো চলতি বছরে হওয়া ছয় টেস্টের মধ্যে দুই ম্যাচ খেলেছিলেন সাকিব। আবারও ফিরবেন সাকিব, ম্যাচের ফলাফল বদলাবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।
সর্বশেষ ২০১৮ সালে মিরপুরে টেস্ট খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস এবং ১৮৪ রানে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ওই ম্যাচে অধিনায়ক হিসেবে বাংলাদেশের দায়িত্বে ছিলেন সাকিব।
এরপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা, করোনাভাইরাস মহামারি এবং ইনজুরি সমস্যায় জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন সাকিব। তবে যখনই খেলেছেন, দলকে সাফল্য এনে দিয়েছেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ফিরতে পারতেন সাকিব আল হাসান। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে আঙ্গুলের ইনজুরিতে পড়েন সাকিব। তাই তো সেবার মিরপুরে ফিরতে পারেননি সাকিব। তবে এবার ইনজুরি কাটিয়ে ফিরতে প্রস্তুত সাকিব।
মিরপুরের তথাকথিত স্পিনিং ট্র্যাক হলে হলে হয়তো মিরপুরে সাকিবের দারুণ সার্ভিস পাবে বাংলাদেশ। এছাড়াও মিরপুরের উইকেটে বরাবরই দারুণ সাকিব আল হাসান। হয়তো দারুণ পারফর্মেন্সে দলকে আবারও জয়ের বন্দরে নিয়ে যাবেন সাকিব আল হাসান।
মিরপুরে এখন পর্যন্ত ১৭ টেস্ট খেলেছেন সাকিব আল হাসান। ব্যাট কিংবা বল উভয় বিভাগে মিরপুরের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। মিরপুরে ১৭ টেস্ট খেলে ব্যাট হাতে করেছেন ১৩১৩ রান। গড় ৪৫ দশমিক ১৭। ৯ হাফ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ১ সেঞ্চুরি।
একই মাঠে বল হাতেও উজ্জ্বল সাকিব আল হাসান। বল হাতে ১৭ ম্যাচে শিকার করেছেন ৬৩ উইকেট। ৭ বার পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। এ মাঠে ম্যাচে একবার ১০ উইকেট শিকারের কীর্তিও আছে তার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]