আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাতেই স্কোয়াডে নাঈম শেখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৩ ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাতেই স্কোয়াডে নাঈম শেখ

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে হুট করেই স্কোয়াডে ডাক পেয়েছেন ওপেনার নাঈম শেখ। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতার কারণেই তিনি টেস্ট ডাক পেয়েছেন বলে জানান অধিনায়ক মমিনুল হক।

দীর্ঘ ২১ মাস ধরে প্রথম শ্রেণির কোনো ম্যাচ না খেলা এবং পরিসংখ্যান খুবই বাজে হওয়ার পরও টেস্ট দলে ডাক পেয়েছেন নাঈম শেখ। এ নিয়ে তৈরি হয়েছিল সমালোচনা। তবে এরপরেও নাঈম শেখের উপর আস্থা রাখতে চান অধিনায়ক মমিনুল হক।

সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত হলেও সাদা পোষাকে এখনও নিজের অভিষেক ম্যাচ খেলেননি নাঈম শেখ। দলে ওপেনার সংকট থাকায় তাকে দলে নেওয়া হয়েছে বলে জানান অধিনায়ক।

তিনি বলেন, ‘দেখেন সত্যি বলতে আমাদের আর কোনো ব্যাকআপ ওপেনার ছিল না। আপনি যদি নাঈম শেখের কথা বলেন তাহলে বলব, আমরা এমন একজনকে চেয়েছি যে আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে আছে।’

নির্বাচকদের মতো অধিনায়ক মমিনুলও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটারদের উপর আস্থা রাখতে পারছেন না। সরাসরি না বললেও এ কথা স্বীকার করে নিয়েছেন অধিনায়ক। 

অধিনায়ক মমিনুল হক বলেন, ‘ঘরোয়া ক্রিকেট খেলা কাউকে হুট করে নিয়ে আসলে তার জন্য কঠিন হয়ে যাবে। কারণ প্রতিপক্ষও খুব শক্ত। তার জন্য কঠিন হয়ে যেত। আন্তর্জাতিক ক্রিকেট খেলা কাউকে আনলে সে ভালো বুঝবে। তাই তাকে (নাঈম শেখ) নিয়েছি।’

এর আগে প্রধান নির্বাচক নাঈম শেখকে দলে ডাকার ব্যাখ্যায় জানিয়েছিলেন, টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই দলে এসেছেন তিনি

ইনজুরির কারণে পাকিস্তান এবং নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। আরেক ওপেনার সাইফ হাসান টাইফয়েডে আক্রান্ত হওয়ায় আছেন মাঠের বাইরে। তাই তো তীব্র ওপেনার সংকটে ভুগছে বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ডোমিঙ্গো ‘বরখাস্ত’, নিউজিল্যান্ড তার শেষ সফর

ডোমিঙ্গো ‘বরখাস্ত’, নিউজিল্যান্ড তার শেষ সফর

চট্টগ্রামের মতো ঢাকাতেও ফ্ল্যাট উইকেট চান মমিনুল

চট্টগ্রামের মতো ঢাকাতেও ফ্ল্যাট উইকেট চান মমিনুল

অভিষেক ম্যাচেই মাথায় আঘাত, ভয় পেয়েছিলেন রাব্বি

অভিষেক ম্যাচেই মাথায় আঘাত, ভয় পেয়েছিলেন রাব্বি

ঢাকায় পতাকা না উড়িয়ে অনুশীলন সারলো পাকিস্তান

ঢাকায় পতাকা না উড়িয়ে অনুশীলন সারলো পাকিস্তান