টি-টোয়েন্টিতে ধবল ধোলাই হওয়ার পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও একই শঙ্কায় আছে বাংলাদেশ। তবে শঙ্কা থাকলেও চট্টগ্রামের মতো মিরপুরেও ফ্ল্যাট উইকেট পেতে চান অধিনায়ক মমিনুল হক।
শনিবার (৪ ডিসেম্বর) দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের মতো ঢাকাতেও ফ্ল্যাট উইকেটে খেলতে চান অধিনায়ক।
শুক্রবার (৩ ডিসেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মমিনুল হক বলেন, ‘উপমহাদেশে সবসময় স্পিন উইকেটই হয়। তবে চট্টগ্রামের মতো মিরপুরেও ফ্ল্যাট উইকেট হলে ভালো হয়।’
চট্টগ্রাম টেস্টে ফ্ল্যাট উইকেট থাকলেও সেখানে রান তুলতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। দুই ইনিংসেই রান করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা।
চট্টগ্রাম টেস্টের পর অধিনায়ক মমিনুল জানিয়েছিলেন, ফ্ল্যাট উইকেটেও বাংলাদেশের ব্যাটাররা দায়িত্বহীন ব্যাটিং করেছেন। এ কারণেই ম্যাচ হেরেছে বাংলাদেশ।
উইকেটের ফায়দা তুলে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই ওপেনিংয়ে দারুণ শুরু করেছিল পাকিস্তান। ঢাকাতে পাকিস্তানের মতো দারুণ শুরু করতে আত্মবিশ্বাসি বাংলাদেশ দলনেতা মমিনুল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]