মাঠে শতভাগ দর্শক ফেরাচ্ছে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০০ এএম, ০৩ ডিসেম্বর ২০২১
মাঠে শতভাগ দর্শক ফেরাচ্ছে পাকিস্তান

বাংলাদেশ সফর শেষ করেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দিবে পাকিস্তান দল। এ সিরিজ দিয়েই মাঠে শতভাগ দর্শক ফেরাবে পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম।

চলতি বছরের সেপ্টেম্বরে, সফর শুরুর আগ মুহূর্তে সিরিজ স্থগিত করে দেশে ফেরে নিউজিল্যান্ড। এরই ধারাবাহিকতায় ইংল্যান্ড তাদের পাকিস্তান সফর স্থগিত করে। ওই দুই সিরিজ দিয়েই মাঠে দর্শক ফেরানোর উদ্যোগ নিয়েছিল পিসিবি। তবে সফর স্থগিত হওয়ায় তা করতে পারেনি পিসিবি। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজের সবগুলো ম্যাচই করাচিতে অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, ন্যাশন্যাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার মাঠে শতভাগ দর্শক ফেরানোর অনুমতি দিয়েছে। তবে মানতে হবে কিছু বিধি নিষেধ।

মাঠে আসা দর্শকদের বাধ্যতামূলক কোভিড ভ্যাকসিনেটেড হতে হবে। এছাড়াও মাঠে প্রবেশের সময় কোভিড ভ্যাকসিন সনদ দেখানো বাধ্যতামূলক করেছে পিসিবি।

আন্তর্জাতিক ম্যাচ ছাড়াও পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) দর্শক ফেরানোর চিন্তা ভাবনা করছে পিসিবি। তবে পিএসএলে কত শতাংশ দর্শক মাঠে ফিরবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তারা।

সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) পাকিস্তানে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আর সিরিজের টিকিট বিক্রি শুরু হবে শুক্রবার (১০ ডিসেম্বর) থেকে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তানের ঢাকা টেস্ট

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তানের ঢাকা টেস্ট

অভিষেক ম্যাচেই মাথায় আঘাত, ভয় পেয়েছিলেন রাব্বি

অভিষেক ম্যাচেই মাথায় আঘাত, ভয় পেয়েছিলেন রাব্বি

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে নেই মালিক-হাসান

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে নেই মালিক-হাসান

ঢাকায় পতাকা না উড়িয়ে অনুশীলন সারলো পাকিস্তান

ঢাকায় পতাকা না উড়িয়ে অনুশীলন সারলো পাকিস্তান