চলতি বছরের জুলাই-আগস্টে প্রথমবারে মতো অনুষ্ঠিত হয়েছে নতুন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেড। প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় আসরেই বাড়ছে ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
দ্য হানড্রেড টুর্নামেন্টে একই সাথে আয়োজিত হয়েছিল নারী এবং পুরুষ বিভাগের খেলা। একই সাথে আয়োজিত হওয়ার পরও পুরুষদের আসরের থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে নারীদের আসর। তাই তো নারী ক্রিকেটারদের পারিশ্রমিক ১০৮ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।
বিভিন্ন ইংলিশ গণমাধ্যম জানিয়েছে, দ্বিতীয় মৌসুমে পুরুষ এবং নারী উভয় বিভাগের ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। পুরুষ ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়লেও নারী ক্রিকেটারদের পারিশ্রমিক ১০৮ শতাংশ বাড়ানো হবে।
২০২১ সালে দ্য হানড্রেড টুর্নামেন্টে নারী ক্রিকেটাররা সর্বোচ্চ ১৫০০০ পাউন্ড বেতন পেয়েছিলেন। এবার তা বাড়িয়ে করা হয়েছে ৩১২৫০ পাউন্ড। এছাড়াও অধিনায়কের বোনাস ১২০০ পাউন্ড থেকে বাড়িয়ে ২৫০০ পাউন্ড করেছে ইসিবি।
দ্য হানড্রেডের প্রথম আসরে দলগুলোর জন্য সর্বোচ্চ বাজেট ছিল ১ লাখ ২০ হাজার পাউন্ড। এবার তা বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ৫০ হাজার পাউন্ড। ২০২১ সালে সর্বনিম্ন ৩৬০০ পাউন্ডে ক্রিকেটার কিনতে পারতো দলগুলো। তবে এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৭৫০০ পাউন্ড।
প্রথম মৌসুমে পুরো টুর্নামেন্টের জন্য ৯ লাখ ৬০ হাজার পাউন্ড বাজেট করেছিল ইসিবি। তবে দ্বিতীয় আসরে তা হবে ২০ লাখ পাউন্ড।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]