আইপিএলে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় রাহুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৪ পিএম, ০২ ডিসেম্বর ২০২১
আইপিএলে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় রাহুল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর শেষ হওয়ার সাথে সাথেই জানা যায় পাঞ্জাব কিংসে থাকছেন না ভারতীয় ব্যাটার লোকেশ রাহুল। পাঞ্জাব ছেড়ে লাক্ষ্মৌয়ের হয়ে খেলবেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ পাঞ্জাব কিংস কর্তৃপক্ষ। হয়তো এ কারণেই আইপিএলে এক মৌসুমের জন্য নিষিদ্ধ হতে পারেন রাহুল।

আইপিএলের ১৫তম আসরে যুক্ত হচ্ছে আহমেদাবাদ এবং লাক্ষ্মৌ ফ্রাঞ্চাইজি। এ কারণে ১৫তম আসরের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। এ নিলামের আগে গুটি কয়েক ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ করে দিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এ সুযোগকে রাহুলকে ধরে রাখেনি পাঞ্জাব কিংস।

পাঞ্জাব কিংসের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের সাথে চুক্তি শেষ হওয়ার আগেই অন্য দলের সাথে যোগাযোগ করেছেন লোকেশ রাহুল। আইপিএলের নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার চুক্তি শেষ হওয়ার আগেই অন্য দলে সাথে যোগাযোগ করতে পারবে না। তবে এ কাজ করেছেন লোকেশ রাহুল।

পাঞ্জাব কিংস এ বিষয়ে কোনো অভিযোগ করলে তা নিয়ে ঝামেলায় পড়তে পারেন লোকেশ রাহুল। এমনকি এক মৌসুম নিষিদ্ধ হওয়ারও সম্ভাবনা রয়েছে তার।

২০২০ সালে রবিচন্দন অশ্বিন দল ছাড়ার পর পাঞ্জাবের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন রাহুল। তবে এ সময় ব্যক্তিগত পারফর্মেন্সে উজ্জ্বল থাকলেও দলগতভাবে পাঞ্জাবকে কোনো সাফল্য এনে দিতে পারেননি রাহুল। এমনকি প্লে অফেও জায়গা পায়নি পাঞ্জাব কিংস। মূলত  এ কারণেই পাঞ্জাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

রাহুলের বিষয়ে পাঞ্জাব কর্মকর্তা নেস ওয়াদিয়া বলেন, ‘আমরা রাহুলকে রাখতে চেয়েছিলাম। তবে আমাদের সাথে চুক্তি থাকা অবস্থায় অন্য দলে কাছে আগ্রহ প্রকাশ করাটা অনৈতিক। চুক্তি শেষ হওয়ার আগে এভাবে নিলামে যেতে চাওয়াটা তার ঠিক হয়নি।’

এর আগে একই ধরনের কাজ করে এক মৌসুমের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ হয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ২০১০ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে থাকাকালীন অন্য দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করায় এক বছর আইপিএলে নিষিদ্ধ ছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে লাক্ষ্মৌর দায়িত্ব নিতে আগ্রহী ফ্লাওয়ার-বেলিস

আইপিএলে লাক্ষ্মৌর দায়িত্ব নিতে আগ্রহী ফ্লাওয়ার-বেলিস

সাকিব-মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা-রাজস্থান

সাকিব-মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা-রাজস্থান

আইপিএলের ১৫তম আসর শুরুর তারিখ চূড়ান্ত

আইপিএলের ১৫তম আসর শুরুর তারিখ চূড়ান্ত

ব্যাঙ্গালুরুর হেড কোচের দায়িত্বে সঞ্জয় বাঙ্গার

ব্যাঙ্গালুরুর হেড কোচের দায়িত্বে সঞ্জয় বাঙ্গার