পিছিয়ে যাবে ভারতের আফ্রিকা সফর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০২ ডিসেম্বর ২০২১
পিছিয়ে যাবে ভারতের আফ্রিকা সফর

আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এর মধ্যেই ভারতীয় ক্রিকেট দলের আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে। তবে ওমিক্রনের প্রভাবে তা এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওমিক্রনের প্রভাবে স্থগিত করা হয়েছে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস সিরিজ। এছাড়াও বাতিল করা হয়েছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব। তবে বাতিল হয়নি ভারত ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর।

চলতি বছরের ১৭ ডিসেম্বর তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি খেলতে আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে। তবে করোনাভাইরাস মহামারির কারণে সফর নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে ওমিক্রনের প্রভাবের মধ্যেই আফ্রিকা সফরে যাবে ভারত। তবে সফরটি এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে।

দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা বোর্ডের সাথে আলোচনা চলছে। সফর আয়োজনের ব্যাপারে দুই বোর্ডই আশাবাদী। হয়তো সফরটি এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে।

এ ব্যাপারে ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘বিসিসিআই এবং অন্যান্য বোর্ডগুলোর উচিত সরকারের সাথে আলোচনা করে তবেই দলকে দেশের বাইরে পাঠানো। করোনা ভাইরাস পরিস্থিতিতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ।’

আফ্রিকাজুড়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ার মুহূর্তে ভারতীয় ‘এ’ দল প্রোটিয়াদের সাথে সিরিজ খেলছে। এ সিরিজের ব্যাপারেও এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই কিংবা ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাশেজের দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

অ্যাশেজের দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

আইপিএলে লাক্ষ্মৌর দায়িত্ব নিতে আগ্রহী ফ্লাওয়ার-বেলিস

আইপিএলে লাক্ষ্মৌর দায়িত্ব নিতে আগ্রহী ফ্লাওয়ার-বেলিস

আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলো ম্যানইউ মালিক

আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলো ম্যানইউ মালিক

আফগান হেড কোচের পর বোলিং পরামর্শক টেইটের পদত্যাগ

আফগান হেড কোচের পর বোলিং পরামর্শক টেইটের পদত্যাগ