অ্যাশেজের আগে শুরু হয়েছিল বিতর্ক। সেই বিতর্কের জেরে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন টিম পেইন। শুধু তাই নয় ক্রিকেট থেকেও সাময়িক বিরতি নিয়েছেন এ অজি ক্রিকেটার। তাকে বাদ দিয়েই প্রথম দুই টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
টিম পেইনের সরে দাঁড়ানোর পর ক্রিকেট অস্ট্রেলিয়ার সামনে দাঁড়িয়েছিল দুইটি ইস্যু। অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সকে বেছে নিয়েছে। এরপরেই উইকেটের পিছনে কে দাঁড়াবেন তা নিয়ে উঠেছিল প্রশ্ন। ধারণা করা হয়েছিল অ্যালেক্স ক্যারি কিংবা জশ ইংলিসের মধ্যে কেউ একজন পাচ্ছেন উইকেটের পিছনের দায়িত্ব। অবশেষে অ্যালেক্স ক্যারির উপরই আস্থা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে ৪৫ ওয়ানডে এবং ৩৮ টি-টোয়েন্টি খেললেও এখনও টেস্ট জার্সিতে মাঠে নামার সুযোগ পাননি ক্যারি। অবশেষে অ্যাশেজ দিয়েই মাঠে নামছেন তিনি।
সীমিত ওভারের ক্রিকেটে অভিজ্ঞ হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জশ ইংলিসের কাছে জায়গা হারিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। তবে দারুণ ফর্মে থাকা ম্যাথু ওয়েডের কারণে বিশ্বকাপে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি ইংলিস।
অ্যাশেজে আবারও অ্যালেক্স ক্যারির উপরই ভরসা রাখছে অস্ট্রেলিয়ার নির্বাচকরা। মূলত এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলায় অ্যাশেজের দলে থাকার দৌড় থেকে ছিটকে পড়েছেন ইংলিস।
অ্যাশেজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন প্যাট কামিন্স। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।
অস্ট্রেলিয়া অ্যাশেজ স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসের, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচল স্টার্ক, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]