ঢাকা টেস্টে দায়িত্বে নেই টিম ডিরেক্টর সুজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৭ এএম, ০২ ডিসেম্বর ২০২১
ঢাকা টেস্টে দায়িত্বে নেই টিম ডিরেক্টর সুজন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ পান খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপ মিশনের পর প্রথম সিরিজ শেষ না হতেই বায়ো-বাবলের বাইরে চলে এসেছেন টিম ডিরেক্টর। তাই তো ঢাকা টেস্টে দলের সাথে থাকবেন না তিনি।

টিম ডিরেক্টরের দায়িত্ব পেলেও  সিরিজের একটি টেস্ট বাকি রেখেই বায়ো-বাবল থেকে বের হয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়্যারম্যান আকরাম খান।

গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘পারিবারিক সমস্যার কারণে তিনি (খালেদ মাহমুদ সুজন) দলে থাকছেন না। ঘরের মাঠে খেলা হওয়ায় এটা সমস্যা হবে না।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন। এর পাশাপাশি পেয়েছেন টিম ডিরেক্টরের দায়িত্ব। দায়িত্ব পেয়েই বাংলাদেশ দলকে গুছিয়ে আনার কাজ করছেন। তাই তো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে দেখা গিয়েছিল অনেক পরিবর্তন।

দলে পরিবর্তন আসলেও ফলাফলে সেই একই ছিল। টি-টোয়েন্টি সিরিজে হয়েছিল হোয়াটওয়াশ। টেস্টে সিরিজের প্রথম ম্যাচেও ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

পাকিস্তান সিরিজ শেষ করেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে উড়াল দিবে বাংলাদেশ। সে সিরিজেও বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে কাজ করবেন খালেদ মাহমুদ সুজন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই ঢাকা টেস্টের দলে নাঈম’

‘টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই ঢাকা টেস্টের দলে নাঈম’

ফিরছে বাংলাদেশ-পাকিস্তান, ঢাকায় দুইদিনের অনুশীলন 

ফিরছে বাংলাদেশ-পাকিস্তান, ঢাকায় দুইদিনের অনুশীলন 

টেস্ট র‍্যাঙ্কিংয়ে লিটন-তাইজুলের উন্নতি

টেস্ট র‍্যাঙ্কিংয়ে লিটন-তাইজুলের উন্নতি

ঢাকা টেস্ট থেকে ‘বাদ’ সাইফ হাসান

ঢাকা টেস্ট থেকে ‘বাদ’ সাইফ হাসান