সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল কিনলো ল্যান্সার ক্যাপিটাল কোম্পানি। এর আগে ২০০৫ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের (ম্যাচইউ) সহ-মালিক হিসেবে রয়েছেন ল্যান্সার ক্যাপিটাল কোম্পানির চেয়ারম্যান আভরাম গ্লাজার্স।
ল্যান্সার ক্যাপিটাল কোম্পানি আরব আমিরাতের টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল কেনার বিষয়টি কোম্পানির চেয়ারম্যান আভরাম গ্লাজার্স বিষয়টি নিশ্চিত করেছেন।
আরব আমিরাতে টি-টোয়েন্টি লিগে দল কিনতে পেরে বেশ উচ্ছ্বসিত এ ধনকুবের। গ্লাজার্স বলেছেন, ‘আরব আমিরাত টি-টোয়েন্টি লিগের অংশ হতে পেরে আমি বেশ উচ্ছ্বসিত। তারা (আয়োজক) বিশ্বামানের ইভেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এটি আরব আমিরাতে ক্রিকেটের বিকাশ ঘটাবে।’
২০০৫ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক হিসেবে রয়েছেন গ্লাজার্স। ফুটবলে জনপ্রিয়তা থাকলেও অন্যান্য খেলায় বিনিয়োগ করার পরিকল্পনা করছিলেন তিনি। রাগবি টুর্নামেন্টে টেম্পা বে বুকানার্স নামের একটি দলও কিনেছে তার কোম্পানি।
২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চে প্রথমবারের মতো মাঠে গড়ানোর কথা চলছে আরব আমিরাতের টি-টোয়েন্টি টুর্নামেন্ট।যদিও টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা ছিল জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে। টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করবে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]