আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলো ম্যানইউ মালিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪২ পিএম, ০১ ডিসেম্বর ২০২১
আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলো ম্যানইউ মালিক

সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল কিনলো ল্যান্সার ক্যাপিটাল কোম্পানি। এর আগে ২০০৫ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের (ম্যাচইউ) সহ-মালিক হিসেবে রয়েছেন ল্যান্সার ক্যাপিটাল কোম্পানির চেয়ারম্যান আভরাম গ্লাজার্স।

ল্যান্সার ক্যাপিটাল কোম্পানি আরব আমিরাতের টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল কেনার বিষয়টি কোম্পানির চেয়ারম্যান আভরাম গ্লাজার্স বিষয়টি নিশ্চিত করেছেন।

আরব আমিরাতে টি-টোয়েন্টি লিগে দল কিনতে পেরে বেশ উচ্ছ্বসিত এ ধনকুবের। গ্লাজার্স বলেছেন, ‘আরব আমিরাত টি-টোয়েন্টি লিগের অংশ হতে পেরে আমি বেশ উচ্ছ্বসিত। তারা (আয়োজক) বিশ্বামানের ইভেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এটি আরব আমিরাতে ক্রিকেটের বিকাশ ঘটাবে।’

২০০৫ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক হিসেবে রয়েছেন গ্লাজার্স। ফুটবলে জনপ্রিয়তা থাকলেও অন্যান্য খেলায় বিনিয়োগ করার পরিকল্পনা করছিলেন তিনি। রাগবি টুর্নামেন্টে টেম্পা বে বুকানার্স নামের একটি দলও কিনেছে তার কোম্পানি।

২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চে প্রথমবারের মতো মাঠে গড়ানোর কথা চলছে আরব আমিরাতের টি-টোয়েন্টি টুর্নামেন্ট।যদিও টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা ছিল জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে। টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করবে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের দল কিনতে চায় ম্যানচেস্টার ইউনাটেড

আইপিএলের দল কিনতে চায় ম্যানচেস্টার ইউনাটেড

বিদেশে বিশ্বকাপ আয়োজন করেও ভারতের মুনাফা ১২ মিলিয়ন ডলার

বিদেশে বিশ্বকাপ আয়োজন করেও ভারতের মুনাফা ১২ মিলিয়ন ডলার

ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে আরেকটি বিশ্বকাপ

ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে আরেকটি বিশ্বকাপ

বাংলাদেশের যুবাদের কাছে ভারতের ১১৩ রানের হার

বাংলাদেশের যুবাদের কাছে ভারতের ১১৩ রানের হার