বিশ্বকাপের আগে আফগানিস্তানের বোলিং পরামর্শকের দায়িত্ব নিয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট। তবে চুক্তির সময়সীমা শেষ হওয়ার আগেই দায়িত্বে থেকে অব্যাহতি নিচ্ছেন তিনি। বিষয়টি টেইট নিজেই নিশ্চিত করেছেন।
একদিন আগে আফগানিস্তান ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন প্রোটিয়া কোচ ল্যান্স ক্লুজনার। এরপরেই টেইটের পদত্যাগের ঘোষণা আসলো।
চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শন টেইটের আফগানিস্তান জাতীয় দলের সাথে কাজ করার কথা ছিল। তবে সঠিক কর্ম পরিবেশ না থাকায় বোলিং পরামর্শকের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানা গেছে।
পদত্যাগের পর টেইট বলেন, ‘আফগানিস্তানের তরুণ পেসারদের সাথে কাজ করাটা দারুণ উপভোগ করেছি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস রাখি তারা ভবিষ্যতে আরও ভালো করবে। ল্যান্স ক্লুজনারের মতো ক্রিকেট মস্তিষ্কের সাথে কাজ করাটা আমার জন্য বেশ আনন্দের ছিল।’
অস্ট্রেলিয়ার লেভেল-২ সনদ পাওয়া কোচ ছিলেন শন টেইট। আফগানিস্তান জাতীয় দল ছাড়াও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বিভিন্ন দলের সাথে কাজ করেছেন তিনি।
আফগানিস্তান জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের দায়িত্ব নিচ্ছেন তিনি। রঞ্জি দল পুডুচেরির বোলিং কোচ হিসেবে কাজ করবেন শন টেইট। এর আগে নেপালের দায়িত্ব ছেড়ে ভারতীয় রঞ্জি দল বারোদার হেড কোচের দায়িত্ব নিয়েছেন ডেভ হোয়াইটমোর।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]