ত্রিদলীয় সিরিজে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ১১৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বুধবার (১ ডিসেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসে ভারতের বিপক্ষে মোহাম্মদ প্রান্তিক নওরোজ নাবিলের দুর্দান্ত এক সেঞ্চুরি বিশাল ব্যাধানের এ জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৫ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশের যুবারা। ব্যাট হাতে দলের পক্ষে নওরোজ প্রান্তিক নাবিলের ১০১ রানের ইনিংস ছাড়াও ইফতেখার হোসেন ৫৭ এবং এস এম মেহরাব হাসান অপরাজিত ৭০ রান করেন।
৩০৬ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ৪৫ দশমিক ৩ ওভারে ১৯২ রানে গুটিয়ে যায় ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। বাংলাদেশ যুবাদের বোলিং তোপে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি তারা।
ব্যাট হাতে টাইগার যুবা নাবিল ১০১ রানের ইনিংসে বল খেলেছেন ১০৮টি। ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকানোর পথে এ ইনিংসে কোন ছক্কার মার না থাকলেও ছিল ১৮টি চারের মার। এছাড়া মেহেরাব হাসান ৪৮ বলে ৭০ রানের অপারিজত ইনিংসে ৬টি চারের সাথে ২টি ছক্কার মার ছিল।
নাবিল, ইফতেখার, মেহরাব হাসান ছাড়াও ব্যাট হাতে রান পেয়েছেন দলের অন্য ব্যাটাররাও। ওপেনার মফিজুল ইসলাম ১৫ বলে ১৫, আইচ মোল্লা ২৬ বলে ২৯, মোহাম্মদ ফাহিম ৬ বলে ৫ এবং আশিকুর জামান ২২ বলে ১৬ রান করেন।
৩০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে পথ হারায় ভারতের যুবারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আর খেলায় ফিরতে পারেননি তারা। শেষ পর্যন্ত ৪৫ দশমিক ৩ ওভারে ১৯২ রানে গুটিয়ে যায় ভারত।
ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন কৌশল তাম্বে। বল হাতে বাংলাদেশের পক্ষে আরিফুল ইসলাম একাই শিকার করেন ৪টি উইকেট। এছাড়া নাঈমুর রহমান নয়ন শিকার করেন দুটি উইকেট।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]