সম্প্রতি ধরা পড়েছেন করোনার নতুন ধরন ওমিক্রন। আসন্ন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজে পড়তে পারে ওমিক্রনের প্রভাব। সিরিজে পঞ্চম ও শেষ টেস্ট আয়োজন নিয়ে জেগেছে শঙ্কা।
ওমিক্রনের প্রভাবে ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। এছাড়াও দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের মধ্যকার ওয়ানডে সিরিজও বাতিল করা হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) থেকে মাঠে গড়াবে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ। সিরিজের সূচি অনুযায়ী ২০২২ সালের ১৪ জানুয়ারি শুরু হবে পার্থ টেস্ট। এ ম্যাচ নিয়েই তৈরি হয়েছে শঙ্কা।
এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিম অঞ্চলের রাজ্যগুলোর কঠোর কোয়ারেন্টাইন নিয়ম। পশ্চিম অস্ট্রেলিয়ার রাজ্যগুলো জানিয়েছে নিউ সাউথ ওয়েলস থেকে ভ্রমণকারীকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে। এতেই পঞ্চম টেস্ট মাঠে না গড়ানোর শঙ্কা জেগেছে।
সিডনি ক্রিকেট স্টেডিয়ামে অ্যাশেজের চতুর্থ টেস্ট শেষ হবে ৯ জানুয়ারি। এর পরে ৪ দিনের বিরতিতে মাঠে গড়াবে পার্থ টেস্ট। এ অবস্থায় ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করা অসম্ভব ব্যাপার।
তবে পশ্চিম অস্ট্রেলিয়ার রাজ্য সরকার অ্যাশেজের কারণে কোয়ারেন্টাইন নিয়ম বাতিল করতে নারাজ। তাই তো পঞ্চম টেস্ট মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
সাংবাদিকদের পশ্চিম অস্ট্রেলিয়ার রাজ্য সরকার জানিয়েছেন, টিভি সম্প্রচারের দায়িত্বে থাকা লোকজন, দুই দেশের ক্রিকেটার এবং ক্রিকেট স্টাফসহ সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইন মানতে হবে। এমনকি ম্যাচের সাথে জড়িত কেউই স্ত্রী কিংবা বান্ধবীদেরকেও আনতে পারবেন না বলে জানানো হয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]