টেস্ট র‍্যাঙ্কিংয়ে লিটন-তাইজুলের উন্নতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪২ পিএম, ০১ ডিসেম্বর ২০২১
টেস্ট র‍্যাঙ্কিংয়ে লিটন-তাইজুলের উন্নতি

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে মাঠে নেমেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হারে বাংলাদেশ ক্রিকেট দল। হারলেও ব্যক্তিগত সাফল্যে উজ্জ্বল ছিলেন ব্যাটার লিটন দাস এবং স্পিনার তাইজুল ইসলাম। এর প্রভাবে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন তারা।

চট্টগ্রাম টেস্টে যেখানে বাংলাদেশের ব্যাটাররা রান করতে ব্যর্থ সেখানে স্রোতে বিপরীতে রান করেছেন লিটন দাস। প্রথম ইনিংসে সেঞ্চুরির পাশাপাশি দ্বিতীয় ইনিংসে করেছেন হাফ সেঞ্চুরি। দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ ইনিংসের কারণে ক্যারিয়ারে সেরা র‍্যাঙ্কিং পেয়েছেন লিটন। ১৪ ধাপ এগিয়ে ব্যাটার র‍্যাঙ্কিংয়ে ৩১তম স্থানে আছেন লিটন দাস।

অপরদিকে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের লিড পাওয়ার পিছনে বল হাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তাইজুল ইসলাম। এ বাঁহাতির ঘূর্ণি জাদুতে ৪৪ রানের লিড পায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৭ উইকেটের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে শিকার করেন ১ উইকেট। এর ফলে দুই ধাপ এগিয়ে আইসিসি বোলার র‍্যাঙ্কিংয়ে ২৩তম স্থানে আছেন তিনি।

লিটন-তাইজুলের পাশাপাশি চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দলকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখেন মুশফিকুর রহিম। চট্টগ্রাম টেস্টে ৯১ রানের ইনিংস খেলার সুবাদে র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ১৯ নম্বরে অবস্থান করছেন মুশফিক।

এছাড়াও, পাকিস্তানের দুই পেসার শাহিন শাহ আফ্রিদি এবং হাসান আলিও ক্যারিয়ারের সেরা র‍্যাঙ্কিং অর্জন করেছেন। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুইজনই পাঁচ উইকেট শিকার করেন।

জেমস অ্যান্ডারসন, কাগিসো রাবাদা এবং নিল ওয়াগনারকে পিছনে ফেলে টেস্ট বোলার র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে অবস্থান করছেন তিনি। পাঁচ দফা এগিয়ে ১১তম অবস্থানে আছে হাসান আলি।

ব্যাটারদের টেস্ট র‍্যাঙ্কিংয়ে যথারীতি সবার উপরে অবস্থান করছেন জো রুট। তার পরের দুই অবস্থানে আছেন যথাক্রমে স্টিভেন স্মিথ এবং কেন উইলিয়ামসন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ চারে অবস্থান করছেন যথাক্রমে প্যাট কামিন্স, রবিচন্দন অশ্বিন, টিম সাউদি এবং জশ হ্যাজলেউড। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও পাকিস্তানের কোচ মুশতাক

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও পাকিস্তানের কোচ মুশতাক

ঢাকা টেস্ট থেকে ‘বাদ’ সাইফ হাসান

ঢাকা টেস্ট থেকে ‘বাদ’ সাইফ হাসান

আফগানিস্তানের দায়িত্ব ছাড়ছেন ক্লুজনার

আফগানিস্তানের দায়িত্ব ছাড়ছেন ক্লুজনার

ঢাকা টেস্টে সাকিব-তাসকিন, প্রথমবার ডাক পেলেন নাঈম শেখ

ঢাকা টেস্টে সাকিব-তাসকিন, প্রথমবার ডাক পেলেন নাঈম শেখ