বিশ্বকাপের আগ মুহূর্তে পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মিসবাহ উল হক। ওই মুহূর্তে পাকিস্তান দলের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পান সাকলাইন মুশতাক। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে দায়িত্বে থাকছেন তিনি।
বিশ্বকাপের আগ মুহূর্তে পাকিস্তান দলের দায়িত্ব ছেড়ে দেন হেড কোচ মিসবাহ উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিস। তাদের পরিবর্তে বিশ্বকাপের আগ মুহূর্তে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পান সাকলাইন মুশতাক এবং আব্দুল রাজ্জাক।
বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দেওয়া হলেও নতুন কোচ না পাওয়ায় বাংলাদেশ সফরেও একই দায়িত্ব পালন করছেন সাকলাইন মুশতাক। বাংলাদেশ সফরের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও একই দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।
সাকলাইন মুশতাকের মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা।
হেড কোচ হিসেবে সাকলাইন মুশতাকের উপর ভরসা রাখলেও ব্যাটিং এবং বোলিং কোচের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি পিসিবি। তবে শীঘ্রই নতুন কোচের ব্যাপারে সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছে পিসিবির ওই কর্মকর্তা।
২০২২ সালের জানুয়ারিতে শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর পাকিস্তানের আর কোনো আন্তর্জাতিক ব্যস্ততা নেই। তাই তো একটু সময় নিয়েই হেড কোচ নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন পিসিবি সভাপতি রমিজ রাজা। ধারণা করা হচ্ছে ২০২২ সালের ফেব্রুয়ারিতে নতুন হেড কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
পিসিবি বস রমিজ রাজা, দেশি কোচ নয় বরং বিদেশি কোচদের উপর ভরসা করতে চান। এ কারণেই সময় নিতে কোচ নিতে আগ্রহী তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]