টি-টোয়েন্টি সিরিজের পর চট্টগ্রাম টেস্টেও ব্যর্থতার বৃত্তে বন্দি ছিলেন ওপেনার সাইফ হাসান। তবে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে টাইফয়েডে আক্রান্ত হওয়ায় থাকছেন না তিনি।
চট্টগ্রাম টেস্ট শেষ করে ঢাকায় ফেরার আগে শারিরীক ভাবে অসুস্থ হয়েছেন সাইফ হাসান। মঙ্গলবার (৩০ নভেম্বর) করানো স্বাস্থ্য পরীক্ষায় তার টাইফয়েড ধরা পড়ে।
টাইফয়েডে আক্রান্ত সাইফ হাসান ঢাকায় ফিরবেন কি না তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। টাইফয়েড আক্রান্ত হওয়ার পরও দলের সাথে ঢাকায় ফিরে আসবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো সীমিত ওভারের ক্রিকেটে ডাক পান সাইফ হাসান। তবে প্রথম দুই টি-টোয়েন্টিতে আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। দুই ম্যাচে করেছিলেন ১ এবং ০ রান।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন এ ওপেনার। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে করেন যথাক্রমে ১৪ এবং ১৮ রান।
চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির শর্ট বল মোকাবিলা করতে গিয়ে আউট হন সাইফ। চট্টগ্রাম টেস্ট চলাকালীন এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
টেস্ট ক্যারিয়ারে ৬ ম্যাচ খেলে ১৪ দশমিক ৪৫ গড়ে করেছেন ১৫৯ রান। এখন পর্যন্ত ৬ টেস্ট খেললেও সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরির দেখা পাননি সাইফ হাসান। ধারাবাহিকভাবে ব্যর্থতার বৃত্তে বন্দি থাকার পরও জাতীয় দলে তার টিকে থাকাটা বেশ বিস্ময়করও বটে। স্কোয়াডে থাকলেও একাদশে তার জায়গা পাওয়া নিয়েও শঙ্কা তৈরি হতো।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]