আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করার স্বাদ পেলেও ঘরের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এখনও বাবর আজম এখনও নেতৃত্ব দিতে পারেননি বাবর আজম। পিএসএলের আসন্ন মৌসুমে করাচি কিংসের নেতৃত্ব দিবেন বাবর আজম।
সর্বশেষ আসর পর্যন্ত পিএসএলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। এবার তাকে সরিয়ে অধিনায়ক হিসেবে বাবর আজমকে বেছে নিয়েছে করাচি কিংস কর্তৃপক্ষ। ফ্রাঞ্চাইজিটি এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
@babarazam258 the champion!! You have lead our country and you shall lead the biggest city in #Pakistan ! Welcome as the king of @KarachiKingsARY cause u are a leader. @simadwasim you have been a champion for #KarachiKings and always will be !!!!!!! pic.twitter.com/6f1qQ2XkSr
— Salman Iqbal ARY (@Salman_ARY) November 30, 2021
টুইট বার্তায় করাচি কিংসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘করাচি কিংসের সমর্থকদের জন্য বড় ঘোষণা। আমাদের জাতীয় দলের অধিনায়ক বাবর আজম এখন থেকে করাচি কিংসের অধিনায়ক। আসন্ন মৌসুমের জন্য শুভকামনা রইলো।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবং আন্তর্জাতিক সূচির সাথে যাতে সাংঘর্ষিক না হয়, সে ভাবনা থেকেই পিএসএল কিছুদিন এগিয়ে আনা হয়েছে। তাই তো পিএসএলের সপ্তম আসর ২০২২ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে।
ষষ্ঠ আসরে দেশের মাটিতে পিএসএল আয়োজনের বদ্ধ পরিকর ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে করোনাভাইরাস মহামারির কারণে পুরো আয়োজন দেশের মাটিতে করতে পারেনি পিসিবি।
তবে সপ্তম আসরের পুরো আয়োজন দেশের মাটিতে করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তবে এ বিষয়ে এখনও নিজেদের সিদ্ধান্ত জানায়নি পিসিবি।
আগের ছয় আসরে কোনোটিতেই অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেননি বাবর আজম। সপ্তম আসরে এসে বাবর আজমকে অধিনায়ক হিসেবে দেখা যাবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]