প্রায় বছর খানিক আগে ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানিয়েছিলেন ইংলিশ তারকা ক্রিকেটার ইয়ান বেল। এরপর থেকেই নতুন ভূমিকায় যুক্ত হয়েছেন তিনি। এবার অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্সের সহকারী কোচের দায়িত্ব নিচ্ছেন ইয়ান বেল।
কয়েকদিন পরেই মাঠে গড়াবে বিগ ব্যাশের এবারের মৌসুম। এ মৌসুমের জন্য হোবার্ট হ্যারিকেন্সের সহকারী কোচের দায়িত্ব নিচ্ছেন ইংলিশ তারকা ইয়ান বেল।
২০২০ সালে পেশাদার ক্রিকেটকে বিদায় বলেন ইয়ান বেল। এরপরে ২০১৯-২০ মৌসুমে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করেছেন তিনি।
ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানানোর এক বছর হলেও ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা পেয়েছেন তিনি। দ্য হানড্রেড টূর্নামেন্টে বার্মিংহাম ফিনিক্সেও দায়িত্বও পালন করেছেন বেল। এছাড়াও আবুধাবি টি-টেন লিগে চেন্নাই ব্রেভসের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে তার।
সে অভিজ্ঞতাকে পুঁজি করে এবার বিগ ব্যাশে কাজ করবেন ইয়ান বেল। বুধবার (৮ ডিসেম্বর) সিডনি থার্ন্ডার্সের মুখোমুখি হবে হোবার্ট হ্যারিকেন্স। এ ম্যাচ দিয়েই বিগ ব্যাশে কোচ হিসেবে অভিষেক হবে তার।
কোচ হিসেবে নতুন হলেও ক্রিকেটার হিসেবেও বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা আছে তার। সর্বশেষ ২০১৬ সালে পার্থ স্কোর্চার্সের হয়ে খেলেছিলেন তিনি।
হোবার্ট হ্যারিকেন্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডাম গ্রিফিথ। হোবার্টে নিজের দায়িত্ব সম্পর্কে বেল বলেন, ‘হারিকেনসের সঙ্গে যোগ দিতে পেরে এবং অ্যাডাম গ্রিফথের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিত। সন্দেহ ছাড়াই বিগ ব্যাশ বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা প্রতিযোগিতা। এর আগে ক্রিকেটার হিসেবে ছিলাম। এবার কোচ হিসেবে যোগ দিতে মুখিয়ে আছি।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]