কখনই ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের নারীদের। সেই বিশ্বকাপ নিশ্চিত করার লক্ষ্যে বাছাই পর্ব খেলতে গিয়েছিল বাংলাদেশ নারী দল। বিশ্বকাপ নিশ্চিত করেই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে জাহানারা-জ্যোতিরা।
বুধবার (১ ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ নারী দল। মূলত আফ্রিকা জুড়ে করোনাভাইরাসের নতুন ধরণ ‘ওমিক্রন’ ছড়িয়ে পড়ায় মাঝ পথেই স্থগিত করা হয় বিশ্বকাপ বাছাই পর্বের আসর। এতেই র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপ খেলার সুযোগ পায় বাংলাদেশের নারীরা।
ওমিক্রন ছড়িয়ে পড়ায় আফ্রিকার সাথে বেশিরভাগ দেশ বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তাই চাটার্ড ফ্লাইটে নামিবিয়া-ওমান হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। দেশে ফিরে নারী দলকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
কোয়ারেন্টাইনে থাকাকালীন করোনা পরীক্ষার মুখোমুখি হবে নারী ক্রিকেটারদের। ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরি নাদেল।
করোনার নতুন সংক্রমণের কারণে বিশ্বকাপ বাছাই পর্ব বাতিল হওয়ায় তা বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়েই দাঁড়িয়েছে। নারীদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান পাঁচ নম্বরে হওয়ায় র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]