ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৫তম আসরের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। শুধু তাই নয় বাড়ছে আইপিএলের দল সংখ্যা। এ কারণেই ১৫তম আসরের জন্য দলগুলো নির্দিষ্ট সংখ্যক ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে। তবে সে সুযোগে বাংলাদেশি দুই তারকা সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানকে ধরে রাখেনি তাদের দল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস।
১৫তম আইপিএলে দলসংখ্যা বেড়ে হচ্ছে ১০। তাই তো সব দলকেই সমান সুযোগ করে দিতে ১৫তম আসরের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। পুরাতন আটদল সর্বোচ্চ চারজন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেলেও নতুন দুল দলের সামনে তিনজন করে ক্রিকেটার দলে ভেড়াতে পেরেছে।
তবে মেগা নিলামের আগে কোনো দলেই জায়গা পাননি মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান। তাই তো তাদেরকে আবারও মেগা নিলামে দেখা যাবে।
আইপিএলের ১৪তম আসরের শুরুতে দারুণ ছন্দে ছিলেন মোস্তাফিজুর রহমান। তার কাঁধে ভর করেই এগিয়ে যাচ্ছিলো দল। তবে করোনাভাইরাস মহামারির কারণে আইপিএল স্থগিত হওয়ার পর পুরোনো সে ছন্দ ধরে রাখতে পারেননি তিনি। এ কারণে আইপিএলে তার দল রাজস্থান রয়্যালসও তাকে ধরে রাখতে আগ্রহ প্রকাশ করেনি।
অপরদিকে সাকিব আল হাসান আইপিএলে বিরতির আগে কলকাতার হয়ে দুই ম্যাচ সুযোগ পেয়েছিলেন। তবে পরের অংশে প্রথমদিকে সুযোগ না পেলেও পরে ঠিকই জায়গা করে নেন। তবে করতে পারেননি বলার মতো কোনো পারফর্মেন্স। এ কারণেই কলকাতা ম্যানেজমেন্টের দৃষ্টি কাড়তে পারেননি তিনি।
আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো বিদেশি ক্রিকেটারদের চেয়ে দেশিদেরকেই ধরে রাখার ব্যাপারে বেশি উৎসাহী ছিল। তাই তো আট দলে ১৬ জন ক্রিকেটার জায়গা পাওয়ার কথা থাকলেও সুযোগ পেয়েছেন মাত্র ৬ ক্রিকেটার। এর মধ্যে পাঞ্জাব কিংস একজন ক্রিকেটারকেও দলে ধরে রাখেনি।
আইপিএলে পুরাতন আট দলের মধ্যে তিনটি ফ্রাঞ্চাইজি তাদের কোটার সর্বোচ্চ চারজন ক্রিকেটারকে ধরে রেখেছে।
ধরে রাখা ক্রিকেটারদের তালিকা
চেন্নাই সুপার কিংস: রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড ও মঈন আলি।
কলকাতা নাইট রাইডার্স: সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুন চক্রবর্তী ও ভেঙ্কটেস আইয়ার।
সানরাইজার্স হায়দরাবাদ: কেন উইলিয়ামসন।
মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল।
দিল্লি ক্যাপিটালস: ঋষভ পান্ত, পৃথ্বী শ, অক্ষর প্যাটেল, এনরিখ নর্কে।
রাজস্থান রয়্যালস: সাঞ্জু স্যামসন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]