বুধবার ফিরছেন টাইগ্রেসরা, কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ৩০ নভেম্বর ২০২১
বুধবার ফিরছেন টাইগ্রেসরা, কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

আইসিসি ওমেনস ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত হওয়ার পর দেশের পথে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরেও উৎসবে মাততে পারছেন না নিগার সুলতানা জ্যোতিরা। দেশের ফিরে তাদের পালন করতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন।

দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি দেশে প্রাণঘাতি করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ায় জিম্বাবুয়ে চলমান নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল করা হয়। তবে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় প্রথমবারের মতো বাংলাদেশ নারী দলের ওয়ানডে বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে।

‘ওমিক্রন’-এর কারণে বিশ্বকাপ বাছাইপর্ব বাতিল হওয়ার পর মেয়েদের দেশে ফেরা নিয়েও তৈরি হয় নানা জটিলতা। কারণ, দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশসহ বিশ্বের বহু দেশ বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

বিমান যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় জিম্বাবুয়ে থেকে চাটার্ড ফ্লাইটে নামিবিয়া এবং ওমানের রাজধানী মাসকাটে পৌঁছায় বাংলাদেশের নারী ক্রিকেট দল। সেখান থেকে সরাসরি ফ্লাইটে বুধবার (১ ডিসেম্বর) সকালে ঢাকা পৌঁছবে তারা। তবে পুরো দলকে পালন করতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, প্রথশবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করা বাংলাদেশ নারী দল বুধবার (১ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকা এসে পৌঁছবে।

বিসিবির পক্ষ থেকে আরও বলা হয়, নারী ক্রিকেট দল ঢাকা ফিরলেও নিজ নিজ বাসায় ফিরতে পারছেন না। হোটেলে বাধ্যতামূলক রুম কোয়ারেন্টাইন পালন করতে হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের ম্যানেজার তৈহিদ মাহমুদ জানান, বাংলাদেশ নারী দলকে প্রাথমিকভাবে পাঁচ দিনের কোয়ারাইন্টাইন পালন করতে হবে। এর মাঝে তাদের করোনা পরীক্ষা দিতে হবে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

থাইল্যান্ডের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

থাইল্যান্ডের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপ বাছাইপর্বে সেঞ্চুরি হাঁকালেন সুপ্তা

বিশ্বকাপ বাছাইপর্বে সেঞ্চুরি হাঁকালেন সুপ্তা

কঠোর পরিশ্রমের ফলই পাকিস্তানের বিপক্ষে জয় : নিগার সুলতানা

কঠোর পরিশ্রমের ফলই পাকিস্তানের বিপক্ষে জয় : নিগার সুলতানা