পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২৯ নভেম্বর ২০২১
পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

তৃতীয় দিনের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। চতুর্থদিনের প্রথম সেশনে টিকে গেলেও দ্বিতীয় সেশনে ইনিংস বড় করতে পারেনি মমিনুল হক বাহিনী। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৫৭ রান অল আউট হয়েছে বাংলাদেশ। এতে পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ২০২ রান।

তৃতীয় দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান তোলে বাংলাদশ। চতুর্থ দিনের সকালে ভালো শুরুর আভাস দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং ইয়াসির আলি রাব্বি।

দিনের প্রথম বলেই চার মেরে ভালো শুরুর আভাস দেন তারা। তবে তৃতীয় বলেই প্যাভিলিয়নে ফেরত যান তিনি। এরপর ইয়াসির রাব্বি এবং লিটন দাস দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন। 

তবে দলকে চাপমুক্ত করতে পারেননি তারা। উল্টো মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন রাব্বি। তার বদলি হিসেবে মাঠে নামেন নুরুল হাসান সোহান।

মিরাজ-সোহানরা একের পর এক যাওয়া-আসার মিছিলে যোগ দিলে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে নিজের ১০ম হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস।

হাফ সেঞ্চুরির পর লিটন বিদায় নিলে বাংলাদেশ আর টিকে থাকতে পারেনি। তিন বলের ব্যবধানে প্যাভিলিয়নে ফেরেন আবু জায়েদ রাহি এবং তাইজুল ইসলাম। এতেই ১৫৭ রান থামে বাংলাদেশের ইনিংস।

প্রথম ইনিংসে ৪৪ রানের লিড পাওয়ায় পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২০২ রান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ- ৩৩০/১০ (লিটন ১১৪, হাসান ৫/৫১) এবং ১৫৭/১০ (লিটন ৫৯, আফ্রিদি ৫/৩২)

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় কনকাশন সাব সোহান

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় কনকাশন সাব সোহান

চতুর্থ দিনের প্রথম সেশনে ব্যাকফুটে বাংলাদেশ

চতুর্থ দিনের প্রথম সেশনে ব্যাকফুটে বাংলাদেশ

রাব্বির মাথায় আঘাত, বদলি সোহান

রাব্বির মাথায় আঘাত, বদলি সোহান

দেশে ফিরে যাচ্ছেন পাকিস্তানের বোলিং পরামর্শক

দেশে ফিরে যাচ্ছেন পাকিস্তানের বোলিং পরামর্শক