টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় কনকাশন সাব সোহান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৯ নভেম্বর ২০২১
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় কনকাশন সাব সোহান

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের চতুর্থদিনের শুরু থেকে পেসারদের সামলাতে একটু হিমশিম খাচ্ছিলেন ব্যাটার ইয়াসির আলি রাব্বি। শেষ পর্যন্ত পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদির বলে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন রাব্বি। তার বদলি হিসেবে মাঠে আসেন নুরুল হাসান সোহান।

ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার মাথায় আঘাত পেলে তার বদলি হিসেবে অন্য ক্রিকেটার নামানোর নিয়ম চালু করেছে আইসিসি। এ নিয়মকে তারা বলেছেন কনকাশন সাব।

২০১৯ সালে চালু এ হওয়া এ নিয়মে প্রথমবারের মতো কনকাশন সাব হন মার্কাস ল্যাবুশেন। স্টিভ স্মিথের বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

একই বছর বাংলাদেশ প্রথমবারের মতো কনকাশন সাব নেয়। ২০১৯ সালে কলকাতায় অনুষ্ঠিত দিবা-রাত্রির টেস্টে দুইবার কনকাশন সাব নিতে বাধ্য হয় বাংলাদেশ।

ভারত-বাংলাদেশ দিবারাত্রির টেস্টে দুইজন ক্রিকেটার মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন। তারা হলেন- লিটন দাস এবং নাঈম হাসান। তাদের দুইজনের বদলি হিসেবে মাঠে নামেন যথাক্রমে মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। এরপরের দুই বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে কোনো কনকাশন সাব নিতে হয়নি। তবে পাকিস্তানের বিপক্ষে কনকাশন সাব নিতে বাধ্য হয়েছে।

এ ম্যাচে ইয়াসির আলি রাব্বির বদলি হিসেবে মাঠে নেমেছেন নুরুল হাসান সোহান। তৃতীয়বারের টেস্ট ক্রিকেটে মতো কনকাশন সাব করলো বাংলাদেশ।

সীমিত ওভারের ক্রিকেটে একবারই কনকাশন সাব করেছে বাংলাদেশ। চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে মোহাম্মদ সাইফউদ্দিনের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তাসকিন আহমেদ। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চতুর্থ দিনের প্রথম সেশনে ব্যাকফুটে বাংলাদেশ

চতুর্থ দিনের প্রথম সেশনে ব্যাকফুটে বাংলাদেশ

রাব্বির মাথায় আঘাত, বদলি সোহান

রাব্বির মাথায় আঘাত, বদলি সোহান

দেশে ফিরে যাচ্ছেন পাকিস্তানের বোলিং পরামর্শক

দেশে ফিরে যাচ্ছেন পাকিস্তানের বোলিং পরামর্শক

পাকিস্তানকে ২৮৬ রানে গুটিয়ে দিয়ে লিড নিলো বাংলাদেশ

পাকিস্তানকে ২৮৬ রানে গুটিয়ে দিয়ে লিড নিলো বাংলাদেশ