তৃতীয় দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমেই চাপে পড়েছিল বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুতেই সেই চাপ থেকে বের হতে পারেনি বাংলাদেশ। প্রথম সেশন শেষে স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১১৫ রান।
চতুর্থ দিনের শুরুতেই প্রথম বলে চার মেরে ভালো শুরুর আভাস দেন বাংলাদেশ অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবে দিনের তৃতীয় বলেই হাসান আলির বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
এরপর দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন ইয়াসির আলি রাব্বি এবং লিটন দাস। তবে বাংলাদেশের ইনিংসের ৩০তম ওভারে মাথায় আঘাত পান রাব্বি। এরপরেও এক ওভার ক্রিজে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
রাব্বি মাঠে ছাড়লে লিটনের সঙ্গী হিসেবে মাঠে আসেন মেহেদি হাসান মিরাজ। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দলকে সমর্থনের অভাবে ইনিংস বড় করতে না পারা মিরাজ এদিন ছিলেন ব্যর্থ।
পাকিস্তানি স্পিনার সাজিদ খানের বলে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এরপর মাঠে আসেন নুরুল হাসান সোহান। রাব্বির বদলি হিসেবে মাঠে নেমেছেন তিনি।
আর কোনো ব্যাটার আউট না হওয়ায় ৬ উইকেট হারিয়েই মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১১৫ রান। পাকিস্তানের চেয়ে ১৫৯ রানে এগিয়ে আছে বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]