বোলিংয়ে দারুণ, দিন শেষে ব্যাটিংয়ে বিবর্ণ বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৯ এএম, ২৯ নভেম্বর ২০২১
বোলিংয়ে দারুণ, দিন শেষে ব্যাটিংয়ে বিবর্ণ বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে সিরিজের প্রথম টেস্টে তৃতীয় দিনের শুরুতেই দারুণ বোলিং করে দলকে সাফল্য এনে দিয়েছিলেন স্পিনার তাইজুল ইসলাম। দারুণ  বোলিংয়ে দলকে লিড এনে দিয়েছিলো বাংলাদেশের বোলাররা। তবে দ্রুতই চার উইকেট হারিয়ে লিড নিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ।

দ্বিতীয় দিনশেষে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ১৪৫ রান তুলেছিল পাকিস্তান। তবে তৃতীয় দিনের শুরুতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে বাবর আজম বাহিনী। 

প্রথম সেশনে চার উইকেটের পাশাপাশি দ্বিতীয় সেশনে ৬ উইকেট হারায় পাকিস্তান। তাই তো দারুণ শুরুর পরও স্কোরবোর্ডে ২৮৬ এর বেশি তুলতে পারেনি তারা।

জবাবে ব্যাট করতে নেমে, বাংলাদেশের শুরুটা ছিল বেশ বাজে। দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারেই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদির শিকার হয়ে ফিরে যান ওপেনার সাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত।

তারা দুইজন করেন যথাক্রমে ১ এবং ০ রান। তাদের দেখানো পথেই হাটেন অধিনায়ক মমিনুল হক। তিনিও রানের খাতা খুলতে পারেনি।

টানা তিন উইকেট হারিয়ে বেশ চাপে থাকা বাংলাদেশকে তুলে নিতে চেষ্টায় ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং ওপেনার সাইফ হাসান। তবে শাহিন শাহ আফ্রিদির তৃতীয় শিকারে পরিণত হন সাইফ হাসান।

শাহিন আফ্রিদির করা শর্ট বলে ক্লোজ ইন ফিল্ডার আবিদ আলির কাছে ক্যাচ তুলে দেন তিনি। দুই ইনিংসেই শাহিন আফ্রিদির শর্ট বলে পরাস্ত হয়েছেন তিনি।

সাইফ হাসানের বিদায়ের পর আর কোনো বিপদ হতে দেননি ইয়াসির আলি রাব্বি এবং মুশফিক। আর কোনো উইকেট না হারিয়েই দিন শেষ করে বাংলাদেশ।

দিনশেষে স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৯ রান। মুশফিকুর রহিম ১২ এবং ইয়াসির আলি ৮ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ- ৩৩০/১০ এবং ৩৯/৪ (মুশফিক ১২*, রাব্বি ৮*, শাহিন আফ্রিদি ৩/৬)

পাকিস্তান- ২৮৬/১০ (আবিদ ১৩৩, শফিক ৫২, তাইজুল ৭/১১৬) 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আফ্রিদির জোড়া আঘাত, শুরুতেই বিপাকে বাংলাদেশ

আফ্রিদির জোড়া আঘাত, শুরুতেই বিপাকে বাংলাদেশ

পাকিস্তানকে ২৮৬ রানে গুটিয়ে দিয়ে লিড নিলো বাংলাদেশ

পাকিস্তানকে ২৮৬ রানে গুটিয়ে দিয়ে লিড নিলো বাংলাদেশ

৯ম বাংলাদেশি হিসেবে তাইজুলের ১৫০ উইকেট

৯ম বাংলাদেশি হিসেবে তাইজুলের ১৫০ উইকেট

টেস্ট ক্রিকেটে তাইজুলের ৯ম পাঁচ উইকেট

টেস্ট ক্রিকেটে তাইজুলের ৯ম পাঁচ উইকেট