প্রথম ইনিংসে ৪৪ রানে পিছিয়ে থেকে অলআউট হয়েছে পাকিস্তান দল। ব্যাটিংয়ে না পারলেও বোলিংয়ে বাংলাদেশকে শুরুতেই চাপে ফেলেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।
৪৪ রানে এগিয়ে থেকে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। তবে সে সুবিধা নিতে পারেনি টাইগাররা। বরঞ্চ শুরু থেকেই বাংলাদেশি ব্যাটারদের যমদূত হিসেবে আবির্ভূত হন শাহিন শাহ আফ্রিদি।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে প্রথম আঘাত হানেন আফ্রিদি। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ওপেনার সাদমান ইসলাম। ১২ বল খেলে ১ রান করে আউট হন তিনি।
সাদমানের বিদায়ের পর এক বলের বিরতিতে আবারও আফ্রিদির আঘাত। এবার প্যাভিলিয়নে ফেরেন নাজমুল হোসেন শান্ত। শাহিন আফ্রিদির বলে স্লিপে ক্যাচ তুলে দেন শান্ত। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি।
রান না করার তালিকায় যোগ দেন অধিনায়ক মমিনুল হক। মমিনুলের জন্য পয়মন্ত ভেন্যু হলেও এবার সে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন মমিনুল। তাকে সাজঘরে ফেরান পাকিস্তানি পেসার হাসান আলি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৭ রান। ওপেনার সাইফ হাসান ১৪ রান এবং মুশফিকুর রহিম ২ রানে অপরাজিত আছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]