দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে ১৪৫ রান তুলেছিল পাকিস্তান। তবে তৃতীয় দিনের শুরুতেই ভিন্ন রুপ দেখতে শুরু করেছে পাকিস্তান। দিনের পাকিস্তান শিবিরে তাইজুলের আঘাত। তাই তো দিনভর তাইজুল জুজুতেই আটকে থেকেছে বাবর আজিম বাহিনী। শেষ পর্যন্ত ২৮৬ রানে থেমেছে পাকিস্তানের ইনিংস।
প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৩০ রান। পাকিস্তানকে ২৮৬ রানে গুটিয়ে দিয়ে ৪৪ দ্বিতীয় ইনিংসের শুরুতেই ৪৪ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
তৃতীয় দিনের প্রথম ওভারেই তাইজুলের শিকার হয়ে প্যাভিলিয়েন ফেরেন অভিষিক্ত আব্দুল্লাহ শফিক এবং আজহার আলি। প্রথম সেশনে আরও দুইবার পাকিস্তানের জুটি ভাঙে। এবার তাইজুলের পাশাপাশি যোগ দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ।
বিশ্বকাপে দারুণ খেলা বাবর আজম মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। এছাড়াও টেস্টে দারুণ ফর্মে থাকা ফাওয়াদ আলমও উইকেটে থিতু হতে পারেননি।
শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২০৩ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় পাকিস্তান। বিরতি থেকে ফিরে পাকিস্তান শিবিরে আবারও আঘাত হানেন তাইজুল। শুধু তাইজুল নয়, এবার তার সাথে যোগ দেন পেসার এবাদত হোসেন।
টি-টোয়েন্টি সিরিজের ম্যান অব দ্য ম্যাচ মোহাম্মদ রিজওয়ানকে ফেরত পাঠান পেসার এবাদত। মাত্র ৫ রান করে ফেরেন রিজওয়ান।
দিনের প্রথম সেশনে তিন উইকেট নেওয়া তাইজুল ইসলাম, দ্বিতীয় সেশনেও নিজের ধারাবাহিকতা ধরে রাখেন। দ্বিতীয় সেশনেও তুলে নেন তিন উইকেট। এতে ক্যারিয়ারে নবমবারের মতো পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি।
এবাদত শুধু রিজওয়ানকে নয়, স্পিনার সাজিদ খানকেও প্যাভিলিয়নে ফিরিয়েছেন। পাকিস্তান ইনিংসে ওপেনার আবিদ আলি এবং আব্দুল্লাহ শফিক ছাড়া আর কেউ বলার মতো কোনো স্কোর গড়তে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ - ৩৩০/১০
পাকিস্তান- ২৮৬/১০ (আবিদ আলি ১৩৩, আব্দুল্লাহ শফিক ৫২, তাইজুল ৭/১১৬)
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]