পাকিস্তানের বিপক্ষে তৃতীয় দিনের শুরু থেকেই তাইজুল জুজুতে ভুগেছে পাকিস্তানের ব্যাটাররা। এ ম্যাচে টেস্ট কারিয়ারে ৯ম বারের মতো পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। শুধু তাই নয়, ৯ম বাংলাদেশি বোলার হিসেবে ১৫০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তাইজুল ইসলাম।
পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে নেই সাকিব আল হাসান। তাই তো বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম ভরসার নাম তাইজুল ইসলাম। এ আস্থার প্রতিদান দিয়েছেন তাইজুল ইসলাম। পাকিস্তানের ব্যাটারদের জন্য হয়ে দাঁড়িয়েছেন আতঙ্ক।
তৃতীয় দিনের প্রথম সেশনে তিন উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। দ্বিতীয় সেশনেও এখন পর্যন্ত ৩ উইকেট শিকার করেছেন তিনি। ম্যাচে তাইজুলের শিকার ৬ উইকেট।
তিন ফরম্যাট মিলিয়ে ১৪৭ উইকেট শিকার করে চট্টগ্রাম টেস্ট খেলতে নেমেছিলেন তাইজুল ইসলাম। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ফাওয়াদ আলমকে সাজঘরে পাঠিয়ে নিজের ১৫০তম উইকেট শিকারের কীর্তি গড়েন।
তিন ফরম্যাট মিলিয়ে তাইজুলের আগে মোট ৮ ক্রিকেটার দেড়শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। তারা হলেন- সাকিব আল হাসান।, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রফিক, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি শিকার করেছেন ৬০৯ উইকেট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]