ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৪ আসরের কোনোটিতেই শিরোপার স্বাদ পায়নি পাঞ্জাব কিংস। এমনকি মাঝ খানে একবার ফ্রাঞ্চাইজির নাম পর্যন্ত বদলেছে তারা। তবে ভাগ্য বদলায়নি। তাই ১৫তম আসরে একদম নতুন দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নিয়মানুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা দিতে হবে। তবে পাঞ্জাব কিংস কোনো ক্রিকেটারকেই ধরে না রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো সর্বোচ্চ চারজন ক্রিকেটার ধরে রাখার সুযোগ পাচ্ছে। তবে সে সুযোগ কাজে লাগিয়ে কোনো ক্রিকেটারকে ধরে না রাখার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব কিংস।
পাঞ্জাব ক্রিকেটার ধরে না রাখা সিদ্ধান্ত নেওয়ার আগেই দলটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক লোকেশ রাহুল। সবকিছু ঠিকঠাক থাকলে আইপিএলের নতুন দুই ফ্রাঞ্চাইজি আহমেদাবাদ অথবা লাক্ষ্মৌয়ের হয়ে মাঠে নামবেন তিনি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শেষ মুহূর্তে যদি সিদ্ধান্ত পরিবর্তন হয় সেক্ষেত্রে রবি বিষ্ণয় অথবা আর্শদ্বীপ সিংকে ধরে রাখতে পারে পাঞ্জাব কিংস।
সর্বশেষ কয়েক আসর থেকেই পাঞ্জাব দল শিরোপা সম্ভাবনা জাগিয়েও সেরা চারের লড়াই থেকে বাদ পড়েছে। তাই তো আগে থেকেই দল ছাড়তে আগ্রহী ছিলেন লোকেশ রাহুল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]