দ্বিতীয় দিন শেষে বেশ ভালো অবস্থাতেই ছিল পাকিস্তান। তবে তৃতীয় দিনের শুরুতেই বেশ ব্যাকফুটে পাকিস্তান। শুরুতেই হারিয়েছে চার উইকেট। কোনো উইকেট না হারিয়ে ১৪৫ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। মধ্যাহ্ন বিরতির আগে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২০৩ রান তুলেছে পাকিস্তান।
দ্বিতীয়দিনের সাবধানী শুরু তৃতীয় দিনে ধরে রাখতে পারেনি পাকিস্তান। দিনের প্রথম ওভারেই পাকিস্তানের দুই ব্যাটার আব্দুল্লাহ শফিক এবং আজহার আলিকে বিদায় করেন স্পিনার তাইজুল ইসলাম। এরপরেই ম্যাচে কিছুটা ফিরে আসে বাংলাদেশ।
পরে দলের হাল ধরার চেষ্টা করেন বাবর আজম এবং ওপেনার আবিদ আলি। তবে অধিনায়ক বাবর আজম বেশি সময় উইকেটে থাকতে পারেননি। ব্যক্তিগত ১০ রানে মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হয়ে ফেনে তিনি।
মিরাজের পর আবারও আঘাত হানেন তাইজুল ইসলাম। এবার তাইজুলের শিকার হন ফাওয়াদ আলম। তিনি ৮ রানে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন।
দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেই বেশ সাবধানী শুরু করেছিল পাকিস্তান। তবে তৃতীয় দিনের শুরুতে সেই মনযোগ ধরে রাখতে পারেনি পাকিস্তান।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান তুলেছে পাকিস্তান। বাংলাদেশের হয়ে তিন উইকেট শিকার করেছেন স্পিনার তাইজুল ইসলাম। পাকিস্তানের হয়ে সেঞ্চুরি হাঁকানো আবিদ আলি ১২৭ রানে অপরাজিত আছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]