বয়স ৪০ ছুঁই ছুঁই করলেও এখনই অবসর নিয়ে ভাবতে নারাজ পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। কয়েকদিন পর পরই শোনা যায় অবসর নিবেন তিনি। তবে জানিয়ে দিয়েছেন, শীঘ্রই অবসর নিচ্ছেন না তিনি।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন না শোয়েব মালিক। তবে শেষ দিকে নাটকীয়ভাবে বিশ্বকাপ দলে সুযোগ পান তিনি। সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেন শোয়েব।
বেশ আগেই ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন শোয়েব মালিক। তবে ক্রিকেটের ক্ষদ্রতম ফরম্যাটে আরও কিছুদিন খেলে যেতে চান বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে মালিক বলেন, ‘আমার অবসর নেওয়ার কোনো ভাবনাই নেই। এটা শুধু আমার সিদ্ধান্ত নয়। দলের অধিনায়কও আমাকে দলে চায়।’
মালিক জানান, পাকিস্তান অধিনায়ক বাবর আজমে ভাবনায় আছেন তিনি। তাই তো আরও কিছুদিন খেলবেন তিনি।
বলেন, ‘আমি তার সাথে এ নিয়ে কথা বলেছি। বাবর বলেছে সে আমাকে দলে চায়, তাহলে বিকল্প খেলোয়াড় তৈরি করতে পারবে এবং খেলোয়াড়দের গড়ে তুলতে পারবে।’
শুধু মালিক নয়, স্ত্রী সানিয়া মির্জাও আরও কিছুদিন তার ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান বলে জানিয়েছেন শোয়েব মালিক।
এ বিষয়ে সানিয়া মির্জা জানান, দুইটি গ্রান্ডগ্ল্যাম জিতে তবেই অবসরে যেতে চান তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]